• " />

     

    ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা

    ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা    

    সংক্ষিপ্ত স্কোর

    খুলনা ৭ ওভারে ৬১/৪  ( নিয়াজ ২৩, জামাল ১২, মিজানুর ২/৬)

    সিলেট ৭ ওভারে ৫৮/৩ ( তৌহিদ ২২* হান্নান ১১, ফরিদ ২/১৩)

    খুলনা বৃষ্টি আইনে ১২ রানে জয়ী

     

    প্রথম দুইদিন ছিল রৌদ্রোজ্জ্বল। টুর্নামেন্টের তৃতীয় দিনে এসে হানা দিল বৃষ্টি। ওয়াল্টন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের তৃতীয় দিনের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে সিলেট সিক্সার্স মাস্টার্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল হাবিবুল বাশারের র’ নেশন খুলনা মাস্টার্স।

    নিয়াজ মোরশেদ-জামাল উদ্দিনের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয় খুলনার, এই জুটি তোলে ২০ রান। ৪ ওভার পরেই নামে বৃষ্টি, খেলা বন্ধ থাকে প্রায় আধঘণ্টার মতো, খেলা নেমে আসে ৭ ওভারে। নির্ধারিত ৭ ওভারে যে ৬১ রান উঠেছে, তার ২৩ রানই আসে নিয়াজের ব্যাট থেকে। ৩ চারে ১৯ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন নিয়াজ। জামাল ও হাসানুজ্জামান করেন ১২ রান।

    বৃষ্টি আইনে ৭ ওভারে সিলেটের লক্ষ্য দাড়ায় ৭১। হান্নার সরকারের ১১ রানে ভালো সূচনা পেয়েছিল দল। এরপর তৌহিদ হোসেন অনেক চেষ্টা করলেও লক্ষ্যটা ছুঁতে পারেনি। ২ চার ও এক ছয়ে ১১ বলে ২২ রানে অপরাজিত থেকে হার নিয়েই মাঠ ছাড়েন। ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮ রানেই থামে সিলেটের ইনিংস। এই হারে ফাইনালের আশা শেষ হয়ে গেল তাদের।