• " />

     

    শেষ ওভারের রোমাঞ্চে জিতল ঢাকা

    শেষ ওভারের রোমাঞ্চে জিতল ঢাকা    

    সংক্ষিপ্ত স্কোর

    চিটাগং ১৬ ওভারে ১২৭/৮ ( জেমস ৫৫, হুমায়ূন ২২, ডিকেনস ৩/৩৩)

    ঢাকা ১৫.৪ ১৩০/৫ ( রফিকুল ২৮, তালহা ১৪*,মুকুল ২/২২)

    ঢাকা ৫ উইকেটে জয়ী

     

    গত তিন দিনের সবচেয়ে জমজমাট ম্যাচ হয়ত এটাই ছিল। ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালে দিনের শেষ ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে অ্যাম্বার চিটাগং মাস্টার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বেক্সিমকো ঢাকা মাস্টার্স। 

    চিটাগংয়ের ইনিংস ছিল মোবালিগ জেমসময়। ৩ চার ও ৪ ছক্কায় করেন হাফ সেঞ্চুরি। ১৪৪ স্ট্রাইক রেটে ৩৮ বলে ৫৫ রান করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। ওপেনিংয়ে নামা হুমায়ূন কবিরও ১৫ বলে ২২ রান করে তাকে ভালো সঙ্গ দেন। তবে দুজন ফিরলে রানের গতি কমে যায় চিটাগংয়ের। দুই অংক ছুঁতে পারেননি দলের আর কেউই। শেষ পর্যন্ত  ৮ উইকেটে ১২৭ রান করে আকরাম খানের দল। ঢাকার ফয়সাল হোসেন ডিকেনস নেন ৩৩ রানে ৩ উইকেট।

    লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ব্যাটসম্যানরা রান পেয়েছেন প্রায় সবাই। রাশিদুল হক করেছেন ২০, রফিকুল ইসলামের ব্যাটে এসেছে ২৮ রান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস হয়ত তালহা জুবায়েরেরই ছিল। শেষ দুই ওভারে তার ঠাণ্ডা মাথার ব্যাটিংই ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৬ তম ওভারের চতুর্থ বলে চার মেরেই নিশ্চিত করেন ঢাকার জয়।