• " />

     

    সাকিব-তামিমের সতীর্থ হচ্ছেন কার্তিক-পান্ডিয়া

    সাকিব-তামিমের সতীর্থ হচ্ছেন কার্তিক-পান্ডিয়া    

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারিকেন রিলিফ টি-টোয়েন্টির চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় অলরাউন্ডার হারদিক পান্ডিয়া ও উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে এই দলে আরও আছেন পাকিস্তানের শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশীদ খান। নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এওইন মরগান। 

    ৩১ মে লর্ডসে হবে এই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট, থাকবেন ক্রিস গেইল, এভিন লুইস ও আন্দ্রে রাসেলরা। হারিকেন ইরমা ও মারিয়ায় ক্ষতিগ্রস্ত ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি ক্রিকেট ভেন্যু পুনর্গঠনের তহবিল গঠনে হবে এই প্রদর্শনী ম্যাচ। 

    কার্তিক ও পান্ডিয়ার অন্তর্ভুক্তি নিয়ে ইসিবির প্রধান জাইলস ক্লার্ক বলেছেন, “ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের জন্য এই দুই অসাধারণ ক্রিকেটারকে দেখার এটি একটি দারুণ সুযোগ। লর্ডসের স্মরণীয় ম্যাচে তারা নিজেদের যোগ্যতার সঙ্গে তারকাখ্যাতিও আনবেন।” 

    এই ইভেন্টে সহায়তা করা ক্লার্ক মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে নিদাহাস ট্রফির ফাইনালে কার্তিকের অতিমানবীয় ইনিংসের কথাও, “পান্ডিয়ার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ৪৩ বলে ৭৬ রান ও নিদাহাস ট্রফির ফাইনালে কার্তিকের ৮ বলে ২৯ রানের ম্যাচজেতানো ইনিংস বা শেষ বলে ছয়- মানুষ এসব মনে রেখেছে।”