সাকিব-তামিমদের দলে ম্যাকলানাহান-রঙ্কিও
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকলানাহান ও উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রঙ্কি। এ নিয়ে ঘোষণা করা হলো ১১ জনের নামই। এওইন মরগানের নেতৃত্বে এই দলে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল, ভারতের হারদিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি এবং আফগানিস্তানের রশীদ খান।
হারিকেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি স্টেডিয়াম পুনর্গঠনের কাজে তহবিল সংগ্রহ করতেই আয়োজন করা হচ্ছে এই ম্যাচ। লর্ডসের এই ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি।
“৩১ মে-র ম্যাচের দিকে আমি তাকিয়ে আছি বিশ্ব একাদশের হয়ে অংশ নিতে”, রঙ্কি বলছেন, “গত বছর দুইটি হারিকেনে ক্ষতিগ্রস্ত ভেন্যু পুনর্গঠনের তহবিল সংগ্রহতে এই ম্যাচ হবে। এমন মহৎ উদ্দেশ্যে বিভিন্ন দেশের ক্রিকেটাররা এগিয়ে আসছেন- এটা ভাবতেই ভাল লাগছে।”
“এমন ম্যাচে খেলা মানে অনেক বড় নামের সঙ্গে প্রতিনিধিত্ব করা, যেটা আমার জন্য খুবই গর্বের। লর্ডসে ফুল-হাউস দেখার অপেক্ষায় আছি, যারা দাতব্য তহবিলে সমর্থন দেবেন, এবং দারুণ একটা ক্রিকেট ম্যাচ দেখবেন।”
আর বাঁহাতি পেসার ম্যাকলানাহা দারুণ এই উদ্যোগে ব্যাপক খুশি, “এটা দেখার মতো একটা ম্যাচ হবে। অসাধারণ সব ক্রিকেটারের সঙ্গে খেলব, আর এই ম্যাচের মহৎ উদ্দেশ্যের গর্বিত অংশিদার হতে পারব।”