চূড়ান্ত হলো আফগানিস্তান সিরিজের সূচি
চূড়ান্ত হয়েছে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজের সময়সূচি। জুনে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, তিনটি ম্যাচই হবে ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
বাংলাদেশ-আফগানিস্তান
প্রথম টি-টোয়েন্টি, ৩ জুন, রাত সাড়ে ৮টা, দেরাদুন
দ্বিতীয় টি-টোয়েন্টি, ৫ জুন, রাত সাড়ে ৮টা, দেরাদুন
তৃতীয় টি-টোয়েন্টি, ৭ জুন, রাত সাড়ে ৮টা, দেরাদুন
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের চেয়ারম্যান আতিফ মাশাল বলেছেন, “বাংলাদেশের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পেরে এসিবি খুশি, যে সিরিজ দুই দলকেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার সুযোগ দিবে।”
এর আগে দুইদল একটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে, ২০১৪ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে।
আফগানিস্তানের সঙ্গে এই সিরিজের পর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, যেখানে খেলার কথা তিনটি ফরম্যাটই। আর এই সিরিজের পর নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান, ভারতের সঙ্গে বেঙ্গালুরুতে সেই টেস্ট শুরু হবে ১৪ জুন।