ভিডিও রেফারিংয়ের 'বিশেষ ক্লাস' করবেন রামোস-পিকেরা
পদ্ধতিটা চালুর পর থেকেই জন্ম দিয়েছে নানা বিতর্কের। ভিডিও রেফারিং নিয়ে এখনো কিছুটা দ্বিধার মাঝেই আছেন ফুটবলাররা। রাশিয়াতে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে রিভিউ সিস্টেম। গুরুত্বপূর্ণ মুহূর্তে যেন ‘গোলমাল’ না লাগে, বিশ্বকাপের আগে তাই স্পেন দল বিশেষ প্রস্তুতি নেবে এই পদ্ধতি নিয়ে।
স্পেন কোচ হুলিয়ান লোপেতেগুইয়ের অনুরোধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বেশ কয়েকটি বিশেষ কর্মশালার আয়োজন করবে। রামোস-পিকেদের ভিডিও রিভিউয়ের আদ্যোপান্ত শেখাবেন সাবেক রেফারি কার্লোস ভেলাস্কো। লোপেতেগুই মনে করেন, বিশ্বকাপে এমন কিছু মুহূর্ত আসতে পারে, যেটা সামলানোর জন্য দলের সবাইকে এই পদ্ধতির ব্যাপারে ভালোভাবে জানতে হবে।
৪৭ বছর বয়সী ভেলাস্কো ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোতে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। একমাত্র স্প্যানিয়ার্ড হিসেবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডেও আছেন। তাই ভিডিও রিভিউ শেখানোর জন্য তাঁকেই সবচেয়ে যোগ্য ভাবছে স্পেন।