• " />

     

    ইতালির কোচ হলেন মানচিনি

    ইতালির কোচ হলেন মানচিনি    

    রাশিয়া বিশ্বকাপে না যেতে পারার ব্যর্থতায় বরখাস্ত হয়েছিলেন হুয়ান পিয়েরো ভেঞ্চুরা। তার বিদায়ের পর থেকেই খালি ছিল ইতালির কোচের পদ। আজ্জুরিদের নতুন কোচের দায়িত্ব পেলেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি।

    ২০১২ সালে সিটিকে ৪৪ বছর পর লিগ শিরোপা জেতানোর পরের মৌসুমেই দায়িত্ব ছেড়েছিলেন মানচিনি। এরপর গ্যালাতাসারে, ইন্টার মিলানের দায়িত্ব পালনের পর গত বছরের জুনে যোগ দিয়েছিলেন রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটারর্সবারগে।

     

     

    ক্লাব ফুটবলে বেশ কয়েকটি দলের কোচের দায়িত্ব পালন করলেও এই প্রথমবার জাতীয় দলের কোচ হচ্ছেন। সেন্ট পিটারর্সবারগের সাথে চুক্তির মেয়াদ আরও অনেকদিন থাকলেও ইতালির কোচ হওয়ার জন্য ক্লাবটির সাথে আগেভাগেই চুক্তি শেষ করেছেন। ইতালির সাথে দুই বছরের চুক্তি হয়েছে তাঁর। 

    ইতালির কোচ হওয়ার দৌড়ে নাম শোনা গিয়েছিল কার্লো আনচেলত্তি, ক্লদিও রানিয়েরি ও আন্তোনিও কন্তের। শেষ পর্যন্ত জিয়ানলুইজি বুফনদের কোচ হলেন মানচিনিই।