পেনাল্টি শুটআউটে লাল কার্ড দেখলেন গোলরক্ষক!
পেনাল্টি শুটআউটে তখন ৪-৪ এ সমতা। নেদারল্যান্ডস অধিনায়ক ড্যাশান রেডান শট নিতে আসলেন, সেই শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন রিপাবলিকান অফ আয়ারল্যান্ডের গোলরক্ষক জিমি করকরান। পেনাল্টি ঠেকিয়ে উদযাপনও শুরু করেছিলেন, হুট করেই রেফারি তাকে দেখালেন লাল কার্ড! কিন্তু কেনও এই কার্ড? আসলে পেনাল্টি ঠেকানোর সময় গোললাইন থেকে কয়েক পা এগিয়ে এসেছিলেন করকরান। এই ‘অপরাধেই’ ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মাঠ ছাড়তে হয় তাকে।
রেডানের পেনাল্টি নেওয়ার আগে গোললাইন থেকে দুই-তিন কদম এগিয়ে এসেছিলেন করকরান। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে শট ঠেকিয়ে দিলেও এগিয়ে আসার ব্যাপারটা নজর এড়ায়নি রেফারির। করকরানকে দেখিয়ে দেন হলুদ কার্ড। ম্যাচে আগেও আরেকটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় তাকে।
তার লাল কার্ড দেখায় বাতিল হয় রেডানের সেই গোল না হওয়া শটও। রেডানের দ্বিতীয় শট ঠেকাতে গোলরক্ষক বনে যান আইরিশ ডিফেন্ডার অসিন ম্যাকএন্টে। তবে করকরানের মতো ঠেকাতে পারেননি তার শট। ৫-৪ ব্যবধানে জিতেই সেমিতে উঠে যায় ডাচ তরুণরা।
মাঠের বাইরে দাঁড়ানো করকরান কান্নায় ভেঙে পড়েন। তার সামান্য ভুলের কারণেই যে দল বাদ পড়ল কোয়ার্টার থেকে।