• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    গেরেরোকে বিশ্বকাপে ফেরাতে প্রতিপক্ষ অধিনায়কদের আবেদন!

    গেরেরোকে বিশ্বকাপে ফেরাতে প্রতিপক্ষ অধিনায়কদের আবেদন!    

    এমন ঘটনা সচরাচর দেখা যায় না।দলের নিষিদ্ধ হওয়া অধিনায়ককে ফেরানোর দাবি জানাচ্ছেন প্রতিপক্ষের অধিনায়করা, এই খবরে তো একটু অবাকই হতে হয়! এমনটাই হয়েছে পেরুর অধিনায়ক পাওলো গেরেরোর সাথে। নিষেধাজ্ঞা তুলে নিয়ে যেন তাকে বিশ্বকাপে খেলতে দেওয়া হয়, এমন আবেদনই করেছেন গ্রুপের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্সের অধিনায়করা।

    নিষিদ্ধ বস্তু সেবনের দায়ে প্রথম দফায় ৬ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। বিশ্বকাপের আগে সেই নিষেধাজ্ঞা শেষ হলেও নতুন করে আবারও ৮ মাসের জন্য নিষিদ্ধ হন গেরেরো। ফলে রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না তাঁর।

     

     

    পেরুর সর্বোচ্চ গোলদাতা গেরেরো যেন বিশ্বকাপে খেলতে পারে, সেটা নিয়ে কম চেষ্টা চালাচ্ছে না পেরু ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে পেরুর তিন প্রতিপক্ষের অধিনায়কের সাক্ষর নিয়ে গেরেরোর নিষেধাজ্ঞা অন্তত এক মাসের জন্য স্থগিত করার আবেদন করেছে তারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেইল জেডিনাক, ডেনমার্ক অধিনায়ক সিমন জায়ের ও ফ্রান্স অধিনায়ক হুগো লরিস এই মর্মে সাক্ষর করেছেন যে, গেরেরোর ক্যারিয়ারের কথা ভেবেই তাকে যেন বিশ্বকাপটা খেলতে দেওয়া হয়।

    শেষ পর্যন্ত ফিফা ৩৪ বছর বয়সী গেরেরোকে রাশিয়া বিশ্বকাপে খেলতে দেবে কিনা, সেটা জানা যাবে কিছুদিনের মাঝেই।