মেসিদের ইসরায়েলে না খেলার অনুরোধ প্যালেস্টাইনের
ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বটা বহু পুরনো, সেই দ্বন্দ্বের রেশ হরহামেশাই পড়ে ক্রীড়াঙ্গনেও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী মাসে জেরুজালেম যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আল জাজিরা জানিয়েছে, প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর্জেন্টিনাকে অনুরোধ করেছে, তারা যেন 'মানবতার খাতিরে' ইসরায়েলে খেলতে না যায়।
আর্জেন্টিনা-ইসরায়েল ম্যাচটি হবে জেরুজালেমের অদূরে অবস্থিত টেডি স্টেডিয়ামে। ১৯৪৮ সালে ইসরায়েলের জন্মলগ্নে এটি ছিল প্যালেস্টাইনের একটি গ্রাম। যুদ্ধে গ্রামটি ধ্বংস হওয়ার পর সেখানে স্টেডিয়ামটি নির্মাণ করে ইসরায়েল।
জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে উঠেছে বেশ কয়েক মাস হলো। আর্জেন্টিনা যদি এখানে খেলতে আসে, তাহলে তারা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে বলেই ধারণা প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিবরীল রাজুবের, ‘ইসরায়েল তাদের অবৈধ ক্ষমতার মাধ্যমে ক্রীড়াসহ সব বিষয়ের মূল্যবোধ নষ্ট করেছে। আর্জেন্টিনা যেন জেরুসালেমের ব্যাপারে তাদের নীতিকেই প্রচার করে সেই কৌশল সাজিয়েছে। তাই তাদের বলব তারা যেন এই ম্যাচ বাতিল করে।’
টেডি স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩২ হাজার। তবে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৯ জুনের সেই ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে এরই মাঝে টিকেটের জন্য আবেদন করেছে ৬ লাখেরও বেশি মানুষ!
শুধু আর্জেন্টাইন ফেডারেশনকেই নয়, ম্যাচ বাতিলের জন্য রাজুবের চিঠি গেছে লাতিন আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিফার কাছেও।