• " />

     

    বিশ্ব একাদশের হারের দিনে বর্ণহীন তামিম

    বিশ্ব একাদশের হারের দিনে বর্ণহীন তামিম    

    সংক্ষিপ্ত স্কোরকার্ড

    টস-বিশ্ব একাদশ (ফিল্ডিং) 

    ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৯৯/৪ ( লুইস ৫৮, রামদিন ৪৪*, রশিদ ২/ ৪৮)

    বিশ্ব একাদশ ১৬.৪ ওভারে ১২৭ ( তামিম ২, পেরেরা ৬১, কেসরিক ৩/৪২)

    ওয়েস্ট ইন্ডিজ ৭২ রানে জয়ী

     

    খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু গত মাসের ১৬ তারিখে বিশ্ব একাদশ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন শুধুই তামিম ইকবাল। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচটা অবশ্য একদমই ভালো কাটেনি তামিমের। মাত্র ২ রান করে আউট হওয়ার ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে তার দলও হেরেছে ৭২ রানে।

    ২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মূলত প্রথম ৪ ওভারেই ম্যাচটা হেরে গেছে শহীদ আফ্রিদির নেতৃত্বে নামা বিশ্ব একাদশ। লুক রঙ্কিকে নিয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম। ক্রিজে টিকেছেন মাত্র ৮ বল। প্রথম ওভারটা দেখেশুনে পার করলেও দ্বিতীয় ওভারেই খুইয়ে বসেন নিজের উইকেট।

    আউট হওয়াতে অবশ্য ভাগ্যকে দোষারোপ করতেই পারেন তামিম। আন্দ্রে রাসেলের অফ স্টাম্পের বাইরে করা ফুল লেন্থের বলটি দারুণভাবেই ড্রাইভ করেছিলেন। কিন্তু কভারে থাকা এভিন লুইস লাফিয়ে উঠে অবিশ্বাস্য এক ক্যাচ নিলে ২ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তামিমকে। সেই শুরু, ৪ ওভারের মাঝে পড়ে আরও ৩ উইকেট। ৮ রানে ৪ উইকেট হারানো দলকে সামলেছেন শুধু শ্রীলংকার থিসারা পেরেরাই। ৩ ছক্কা ও ৭ চারে সাজানো তার ৩৭ বলের ৬১ রানের ইনিংসটি অবশ্য শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। শোয়েব মালিক, আফ্রিদি ও মিচেল ম্যাকক্লেগান ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউই। ২০ বল বাকি থাকতেই অলআউট হয় বিশ্ব একাদশ।

     

     

    ‘সিরিয়াস ক্রিকেটের’ চেয়ে দর্শককে আনন্দ দেওয়াই ছিল ম্যাচটির মূল উদ্দেশ্য। শুরুতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ওভারেই প্রমাণ হলো সেটা। ম্যাচের মাঝেই স্লিপে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে লাগলেন নাসের হুসাইন! দর্শক, ধারাভাষ্যকারদের মতো মজা পেলেন দর্শকরাও। লর্ডসের দর্শককে আনন্দ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংও। ৫ ছক্কা ও ৫ চারে ২৬ বলেই ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা লুইস।

    লুইস ফিরলেও ঝড় থামেনি। মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল; ‘হারিকেন রিলিফের’ ম্যাচে ঝড় উঠেছে সবার ব্যাটেই। রশিদ খান, আফ্রিদিদের তুলধুনো করে চার-ছক্কার বর্ষণ ঘটেছে লর্ডসে। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪ উইকেটে ১৯৯।