• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফিরেই গোল করে ব্রাজিলকে জেতালেন নেইমার

    ফিরেই গোল করে ব্রাজিলকে জেতালেন নেইমার    

    শুরুর একাদশে ছিলেন না, নামলেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। প্রায় সাড়ে তিন মাস ছিলেন মাঠের বাইরে। নেইমার নামলেন, প্রথমার্ধে সাদাকালো ব্রাজিলের আক্রমণও রঙিন হয়ে গেল। ৬৯ মিনিটে ডিবক্সের ভেতর দুইজন ক্রোয়েট ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে গেলেন গোলের সামনে। আরও একজন ডিফেন্ডারকে বোকা বানালেন, গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ কিছু বুঝে ওঠার আগেই কোনাকুনি শটে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ালেন নেইমার। এগিয়ে গেল ব্রাজিলও। ম্যাচের শেষদিকে ব্রাজিলের জয়টা আরও সহজ করেছেন রবার্তো ফিরমিনো। তাতেই প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ব্রাজিল হারিয়েছে ২-০ গোলে।   



    বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে নেইমারের পারফরম্যান্স বাদ দিলে অবশ্য দলের খেলা নিয়ে গর্ব করার মতো রসদ কমই পেয়েছেন তিতে। অ্যানফিল্ডে শুরু থেকেই ক্রোয়েশিয়া ভালোই ভুগিয়েছে ব্রাজিলকে। ১৩ মিনিটে ড্যান লভ্রেনের হেড একটুর জন্য বাইরে দিয়ে না গেলে এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়াই।  প্রীতি ম্যাচ হলেও দুইদলের খেলার ধরন দেখে অবশ্য সেটা বোঝার উপায় কমই ছিল। ছাড় দিয়ে খেলেনি কেউই। তবে স্বস্তির খবর হলো বিশ্বকাপের আগে চোটে পড়েননি দুই দলের কেউই। ক্রোয়েশিয়া নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ব্রাজিলের উইলিয়ান, কৌতিনিয়ো, হেসুসরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই নেইমারকে নামিয়ে দেন তিতে। 

    নেইমারের গোলের আগে অবশ্য গোলের দারুণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। ৫৮ মিনিটে আনতে রেবিচের হেড গোলের দিকেই যাচ্ছিল, গোলরক্ষক অ্যালিসন বেকার তার ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছিলেন দলকে। ব্রাজিলের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার আফসোসটা পরে আরও বেড়েছে ক্রোয়েশিয়ার। 

    পরীক্ষামূলক ম্যাচে দুইদলই নিজেদের সবগুলো বদলি ব্যবহার করে নিজেদের ঝালিয়ে নিয়েছে। দুই দলের ১২ জন বদলির মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়ে নেওয়ার কাজটা ভালোমতোই করেছেন ফিরমিনো। ব্রাজিল অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন আজ গ্যাব্রিয়েল হেসুস। তার জায়গায় ম্যাচের ৬০ মিনিটে নেমেছিলেন ফিরমিনো। অ্যানফিল্ড তো ফিরমিনোর ঘরের মাঠই। লিভারপুলের জার্সি গায়ে কাটিয়েছেন মনে রাখার মতো একটা মৌসুম। ব্রাজিলের জার্সি গায়েও ম্যাচটা শেষ পর্যন্ত মনে রাখার মতোই হয়েছে আজ। যোগ করা সময়ে দারুণ এক ফিনিশে গোল করে ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়িয়েছেন। সঙ্গে মূল একাদশে জায়গা পাওয়ার দাবিটাও জানিয়ে রেখেছেন তিতের কাছে।