• " />

     

    ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শচীনপুত্র অর্জুন

    ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শচীনপুত্র অর্জুন    

    ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। শ্রীলঙ্কার সঙ্গে জুলাইয়ে দুইটি চারদিনের ম্যাচ খেলবে ভারত। 

    এর আগে গত বছর মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন বাঁহাতি পেসার অর্জুন। তার আগে আন্তর্জাতিক দলগুলোর নেটে বোলিং করেছেন তিনি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার লর্ডস টেস্টের নেটে তার ইয়র্কারে পায়ে চোট পেয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেইরস্টো। নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের সিরিজেও নেট বোলার ছিলেন অর্জুন। 

    দীর্ঘ সংস্করণের দলে ডাক পেলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি শচীনপুত্রর। দিল্লীর উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত চারদিনের দলের নেতৃত্ব দেবেন, তার তিনটি রঞ্জি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে। ওয়ানডে স্কোয়াডের নেতৃত্ব দেবেন আরিয়ান জুয়াল, ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলেছেন দুইটি ম্যাচ। 

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।