ভিএআর নিয়ে স্পেন ফুটবলারদের সতর্ক করলেন লোপেতেগি
রাশিয়া বিশ্বকাপে দলগুলোর অন্যতম বড় একটি চ্যালেঞ্জ, ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআরের সঙ্গে মানিয়ে নেওয়া। নিজ দলের ফুটবলারদের এটা নিয়েই সতর্ক থাকতে বলেছেন স্পেন কোচ হুলেন লোপেতেগি। এ বিশ্বকাপ দিয়েই চালু হচ্ছে এই পদ্ধতি।
পর্তুগালের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে স্পেনের, পর্তুগালের ঘরোয়া লিগে আবার চালু আছে ভিএআর। আর স্প্যানিশ লা লিগায় এ পদ্ধতি চালু হবে পরের মৌসুম থেকে। স্পেনের বেশিরভাগ ফুটবলারদেরই তাই ভিএআর অভিজ্ঞতা নেই।
মূলত ভিএআরের মূল ব্যাপারটা হবে খেলার বিরতি। এসব বিরতির পর নতুন করে খেলায় মনযোগ দেওয়াটাই হবে মূল চ্যালেঞ্জ। পর্তুগাল যে এ ব্যাপারে এগিয়ে থাকবে, লোপেতেগি মনে করিয়ে দিয়েছেন সেটাই। তিউনিসিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের তিনি বলেছেন, “পর্তুগাল এটায় অভ্যস্থ, তবে স্পেন নয়। যে বিরতিতে আমরা অভ্যস্থ নয়, সেটার পর নতুন শুরুর সময় যাতে আমরা মনযোগী থাকতে পারি, নিশ্চিত করতে হবে সেটাই। কোনও দলের পক্ষে এটা ভালভাবে কাজ করেছে, এমন উদাহরণ যেমন আছে, সেভাবে কাজ করেনি, তেমনও আছে।”
স্প্যানিশ রেফারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কার্লোস ভেলাসকো কারবালো ভিএআর নিয়ে কথা বলেছেন স্পেন দলের সঙ্গে। কিভাবে এটি কাজ করে, ব্যাখ্যা করেছেন সেটিও।
“এই কথাগুলো আমাদের বেশ সাহায্য করেছে, এটা নিয়ে সন্দেহ দূর করতে”, লোপেতেগুই বলেছেন, “এটা নিয়ে গোলমাল করার কিছু নেই। ভিএআর ব্যবহার করা হচ্ছে, এটা থাকার জন্যই এসেছে। আমাদের এটা গ্রহণ করতে হবে, এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”