• " />

     

    কার ভোট কোন পক্ষে?

    কার ভোট কোন পক্ষে?    

    ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নাম। যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপ। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের জন্য হলো ভোটাভুটি।

    ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য পক্ষ ছিল দুইটি। একপক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। আরেকপক্ষে মরক্কো। শেষ পর্যন্ত অবশ্য আফ্রিকার দেশটি পেরে ওঠেনি। ফিফার অন্তর্ভুক্ত মোট ২১১ সদস্যের মধ্যে ২০৩টি দেশ ভোট দিয়েছে। ভোট না দেওয়াদের মধ্যে ছিল মরক্কো, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। কানাডাও অবশ্য চাইলেই ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারত। নিজেদের পক্ষে ভোট দেওয়ার নিয়ম নেই। তবে বাকিরা না দিলেও নিজেরা ভোটপ্রার্থী হয়েও কানাডা ভোট দিয়েছে মরক্কোকেই।

     

     

    উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ব্রাজিল, বেলজিয়াম, কলম্বিয়া, ইংল্যান্ড, মিশর, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স ও নেদারল্যান্ডসের ভোট গেছে মরক্কোর পক্ষে। সবমিলিয়ে ১৩৪-৬৫ ভোটে হেরেছে মরক্কো। ফিফার বাকি সদস্যের মতো ভোট দিয়েছে বাংলাদেশও। বাফুফের ভোট গেছে যুক্তরাষ্ট্রের পক্ষেই। আর স্পেন ও স্লোভেনিয়া ভোট দিতেই অস্বীকৃতি জানিয়েছে।