• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    গতবারের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ব্রাজিল: পাউলিনিয়ো

    গতবারের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ব্রাজিল: পাউলিনিয়ো    

    ছবি- দ্যা মিরর

    বেলো হরিজন্তের সেই ভূত এখনও তাড়া করে বেড়ায় তাদের। ঘরের মাঠের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল, দুর্দান্ত খেলেই সবার আগে পৌঁছে গেছে বিশ্বকাপে। রাশিয়াতে প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে তিতের ব্রাজিল। অনুশীলনের পর পাউলিনিয়ো বলছেন, গতবারের চেয়ে এবার অনেক ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

    জার্মানির বিপক্ষকে সেই হার থেকে শিক্ষা নিয়েছে ব্রাজিল, জানালেন পাউলিনিয়ো, ‘৪ বছরে অনেক কিছুই বদলে গেছে। আমরা অনেক কিছু শিখেছি। সেই হারের হতাশা ভোলার সুযোগ এসেছে। এটাই ফুটবল, দ্রুতই আপনি সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন।’

    গতবারের চেয়ে এবারের ব্রাজিল দলটা বেশি পরিপক্ক, মানছেন পাউলিনিয়ো, ‘আমাদের আত্মবিশ্বাস গতবারের চেয়ে অনেক বেশি। এখন আমদের সময়টাও ভালো যাচ্ছে, এটা সেই আত্মবিশ্বাসেরই প্রমাণ। ভালো কিছুর প্রত্যাশাই করছে সবাই।’

     

     

    ২০১৬ সালের কোপার ব্যর্থতার পর তিতের ছোঁয়ায় বদলে গেছে ব্রাজিল। সবার মতো তিতের কোচিংয়ে মুগ্ধ পাউলিনিয়োও, ‘যিনি কখনো বিশ্বকাপ খেলেনি, তিনিও অনেক কিছু দিতে পারেন দলকে। এইযে আমি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছি, আমিও তার থেকে প্রতিনিয়তই শিখছি অনেক কিছুই।’