• " />

     

    মুস্তাফিজকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল

    মুস্তাফিজকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল    

    আইপিএলে পায়ের আঙুলে পাওয়া চোট ছিটকে দিয়েছিল আফগানিস্তান সিরিজ থেকে। সেই চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দল থেকেও ছিটকে দিল মুস্তাফিজুর রহমানকেও। দুই টেস্টের দলে জায়গা পাননি মুস্তাফিজ, আছেন স্ট্যান্ড বাই হিসেবে। টেস্ট দলে ডাক পেয়েছেন আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

    মুস্তাফিজ খেলতে পারছেন না, তা কিছুদিন আগেই আভাস দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চার জন পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ, এর মধ্যে আছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী ও শফিউল ইসলাম। এর মধ্যে রাহীর টেস্ট অভিষেক এখনো হয়নি।

     

     

    ক্রাইস্টচার্চে গত বছর নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলার পর আর সুযোগ পাননি নাজমুল হাসান শান্ত।

    শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ যে টেস্ট একাদশ খেলেছিল, সেখান থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও আবদুর রাজ্জাক রাজ। দলে নেই সেই টেস্টের স্কোয়াডে থাকা নাঈম হাসান, তানভীর হায়দার ও মোসাদ্দেক হোসেনও।

    ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট, ১২ জুলাই জ্যামাইকার কিংস্টনে শুরু হবে পরের টেস্ট। 

    বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।

    স্ট্যান্ডবাই

    ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান