কোচের কথা না শোনায় রাশিয়া থেকেই বহিষ্কার!
বিশ্বকাপ শুরু হয়েছে, এর মধ্যে একজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর কারণ কী হতে পারে? চোট যখন কারণ নয়, সেটার কারণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ ছাড়া অন্য কিছু হওয়া কঠিন। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার নিকোলা কালিনিচের অপরাধ, কোচ বদলি হিসেবে নামতে বলায় তিনি নাকি কথা শোনেনি! যদিও ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য বলেছে, চোটের জন্য কালিনিচকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
নাইজেরিয়া সঙ্গে জয়ের পরেই ক্রোয়েশিয়া কোচ লাতকো দালিচ বলেছিলেন, দলে চোট না থাকলেও একটা ‘সমস্যা’ আছে। কী সমস্যা, সেটা অবশ্য খুলে বলেননি তিনি। ক্রোয়েশিয়ান প্রচারমাধ্যম দাবি করেছে, কোচের কথা না শোনার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।
পরে অবশ্য ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, কালিনিচ পিঠের সমস্যার কারণে মাঠে নামেননি। প্রীতি ম্যাচেও ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার প্রীতি ম্যাচেও ভুগছিলেন পিঠের সমস্যা, দাবি করা হয়েছে বিবৃতিতে। যদিও চোটে পড়ার পরও কেন তাঁকে দলে নেওয়া হলো, সেটা বলা হয়নি ওই বিবৃতিতে।