• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রাশিয়া বিশ্বকাপে কাটল লাল কার্ড 'খরা'

    রাশিয়া বিশ্বকাপে কাটল লাল কার্ড 'খরা'    

    আগেরদিন খুব কাছে গিয়েছিল বেলজিয়াম-পানামার ম্যাচ। ৮টি হলুদ কার্ড দেখলেও রেফারিকে শেষ পর্যন্ত লাল কার্ড বের করতে হয়নি। রাশিয়া বিশ্বকাপের ১৪টি ম্যাচ কেটেছে লাল কার্ড না দেখেই। ১৫তম ম্যাচে এসে সেই ‘খরা’ কাটলো, তাও আবার ২ মিনিট ৫৬ সেকেন্ডেই। জাপানের সঙ্গে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম লাল কার্ড এটি। 

    নিজেদের প্রথম ম্যাচে সারান্‌স্কে মুখোমুখি কলম্বিয়া-জাপান। ওসাকোর ওয়ান-টু-ওয়ান শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা। ফিরতি বলে শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া, তবে সেটা হাত বাড়িয়ে আটকে দিয়েছেন সানচেজ, সেটা না করলে গোল হতো নিশ্চিতভাবেই। স্লোভানিয়ান রেফারি দামির স্কোমিনা শুধু পেনাল্টি দেননি, সানচেজকে দেখিয়েছেন লাল কার্ডও। কাগাওয়া অবশ্য সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। অসপিনাকে সুযোগ না দিয়ে স্পটকিক থেকে এনেছেন জাপানের লিড। 

     

     

    বিশ্বকাপে দ্রুততম সময়ে লাল কার্ড দেখেছিলেন উরুগুয়ের হোসে আলবার্তো বাতিস্তা। ১৯৮৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচে তাকে মাঠ ছাড়তে হয়েছিল ৫৪ সেকেন্ডের ভেতরেই।