• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মিশর থেকে অবসর নিতে পারেন সালাহ

    মিশর থেকে অবসর নিতে পারেন সালাহ    

    মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন মোহামেদ সালাহ। সিএনএন ও ইএসপিএন এফসি বলছে এমনই। চেচনিয়ার সঙ্গে তার সম্পৃক্ততাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাকে ভালভাবে নেননি লিভারপুলের ফরোয়ার্ড। 

    বিশ্বকাপের পরই এমন সিদ্ধান্ত নিতে পারেন সালাহ। টুর্নামেন্ট শুরুর আগে চেচনিয়ান প্রজাতন্ত্রের নেতা রামজান কাদিরোভের সঙ্গে ছবিতে দেখা গেছে সালাহকে, তাকে সম্মানসূচক নাগরিত্ব দেওয়ার কথাও জানিয়েছিলেন কাদিরোভ। মিশরের বিশ্বকাপ ঘাঁটিতে এসেছিলেন কাদিরোভ, সেখানেই জানিয়েছিলেন এমন। 

    ২০০৪ সাল থেকে চেচনিয়ার নেতৃত্বে কাদিরোভ, তবে বিশ্বে তিনি বেশ বিতর্কিত। তবে তার কঠোর শাসন ও বিতর্কিত মন্তব্য নিয়ে আছে বেশ সমালোচনা। সমকামী সম্প্রদায়ের প্রতিও তার দৃষ্টিভঙ্গী নিয়ে আছে বিতর্ক। 

     

     

    সিএনএন বলছে, এই ছবির পর যে সমালোচনা এবং রাজনৈতিক যোগসূত্র স্থাপনের চেষ্টা, সেটা নিয়ে স্বস্তিতে নেই সালাহ। আর ইএসপিএনএফসি বলছে, জাতীয় দলের ভবিষ্যত নিয়ে সালাহ ভাবছেন বলে তাদেরকে নিশ্চিত করেছে এক সূত্র। 

    জাতীয় দলের হয়ে এটা সালাহর সাম্প্রতিকতম বিতর্ক। এর আগে মিশরের ফুটবল ফেডারেশনের সঙ্গে ছবির সত্ত্ব নিয়ে বিবাদে জড়িয়েছিলেন তিনি। 

    চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পেয়ে বাইরে চলে যাওয়া সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে এর আগে চলেছে বেশ জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত উরুগুয়ের সঙ্গে প্রথম ম্যাচটা সালাহ খেলতে পারেননি। মিশর এরই মাঝে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, সোমবার সৌদি আরবের সঙ্গে তাদের শেষ ম্যাচ।