চট্টগ্রামে প্রথম দিনটা খালেদের
প্রথম আন-অফিশিয়াল টেস্ট
প্রথম দিনশেষে
শ্রীলঙ্কা ‘এ’ ১৭১/৪ (থিরিমান্নে ৬৬*, করুনারত্নে ৬০, খালেদ ৩/৩৭, রনি ১/২২)
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আন-অফিশিয়াল টেস্টের প্রথম দিনে আলো ছড়িয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার খালেদ আহমেদ। চট্টগ্রামে ৬০.২ ওভার খেলা হয়েছে, এর আগে খালেদ ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪ উইকেটে ১৭১ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কা ‘এ’ অধিনায়ক দিমুথ করুনারত্নে। লাহিরু মিলানথাকে কট-বিহাইন্ড বানিয়ে প্রথম ব্রেকথ্রু দিয়েছেন খালেদই। লাহিরু থিরিমান্নে ও করুনাত্নে এরপর গড়েছেন ৮৫ রানের জুটি, ৬০ রান করা করুনারত্নকে এলবিডব্লিউ করে সে জুটিও ভেঙেছেন খালেদ।
শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন থিরিমান্নে, ৬৬ রানে। এর আগে আশান প্রিয়ঞ্জনকে নিয়ে ৩য় উইকেটে যোগ করেছেন ৪৬ রান। আবু হায়দারের বলে ১২ রান করে কট-বিহাইন্ড প্রিয়ঞ্জন, সাদিরা সামারবিক্রমাও ফিরেছেন দ্রুতই। ২ রান করে খালেদের বলে এলবিডব্লিউ তিনিও। এ ম্যাচ দিয়েই প্রথম শ্রেণিতে অভিষেক হয়েছে অফস্পিনার নাঈম হাসানের। ১৫ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
এ সফরে তিনটি আন-অফিশিয়াল টেস্ট খেলবে দুই দল। পরের দুইটি ম্যাচ কক্সবাজার ও সিলেটে।