আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ইনিয়েস্তা
ইয়াগো আসপাসের পেনাল্টি নেওয়ার দৃশ্যটা কিছুতেই যেন দেখার সাহস পাচ্ছিলেন না তিনি। আন্দ্রেস ইনিয়েস্তা তাই উল্টোদিকে ঘুরে তাকিয়ে ছিলেন ডাগআউট ও দর্শকের দিকে। আসপাসের পেনাল্টি ঠেকিয়ে দিলেন রাশিয়ান গোলরক্ষক, কোয়ার্টারে ওঠার উল্লাসে ভাসল পুরো লুঝনিকি স্টেডিয়াম। একদিকে জয়ের আনন্দ, অন্যদিকে স্পেনের স্বপ্নভঙ্গের কান্না। দ্বিতীয় রাউন্ডেই স্পেনের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বললেন ইনিয়েস্তা।
স্পেনের জার্সি গায়ে জিতেছেন সবকিছুই। জিতেছেন ২০০৮ ও ২০১২ ইউরো। ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে প্রথম শিরোপা এনে দিয়েছিল ইনিয়েস্তার সেই গোলই। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে স্পেনের মাঝমাঠকে আগলে রেখেছেন দারুণভাবে।
রাশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হেরে এভাবে বিদায় নেওয়াটা মানতে পারছেন না ইনিয়েস্তা, ‘হয়ত সবার শেষটা স্বপ্নের মতো হয় না। এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ ছিল। রাশিয়ার বিপক্ষে হারের মুহূর্তটা আমার ক্যারিয়ারে সবচেয়ে কষ্টের দিন ছিল। সবাইকে ধন্যবাদ আমাকে এতবছর সমর্থন জানানোর জন্য।’
রামোসরা মাঠে কেঁদেই দিয়েছেন বিদায়ের পর। ইনিয়েস্তার চোখও ছিল ভেজা। মাথা নিচু করেই স্পেনের জার্সি গায়ে শেষ বারের মতো মাঠ ছেড়েছেন ‘টিকি-টাকা’ ফুটবলের অন্যতম কারিগর।