চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ার সফরসূচি

পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল; অক্টোবরের এই সিরিজটা অবশ্য পূর্ণাঙ্গ হচ্ছে না; দুইটি টেস্ট থাকলেও নেই কোনো ওয়ানডে ম্যাচ।
৩ অক্টোবর বিসিবি একাদশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর; ফতুল্লায় এই প্রস্তুতি ম্যাচ রাখা হলেও টেস্ট ম্যাচ দুইটির ভেন্যু চট্টগ্রাম ও ঢাকা।
৯ বছর পর অস্ট্রেলিয়া এই প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের সাথে। দুই দেশের মধ্যকার এটি কেবল তৃতীয় সিরিজ। ২০০৬ সালে আগের টেস্ট সিরিজের প্রথমটিতে অজিদের বাগে পেয়েও হারাতে পারেনি টাইগাররা; ফতুল্লা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪২৭ রানের জবাবে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৬/৯৩; গিলক্রিস্টের সেঞ্চুরিতে ফলো-অনের লজ্জা এড়াতে পেরেছিল তারা সেবার; আর, পরের চট্টগ্রাম টেস্টে টেস্ট ইতিহাসের প্রথম 'নাইট-ওয়াচম্যাচম্যান' হিসেবে দ্বিশতক পেয়েছিলেন জেসন গিলেস্পি।
বাংলাদেশ সফর শেষ করেই অস্ট্রেলিয়া দল চলে যাবে নিজেদের দেশে; নভেম্বরের ৫ তারিখ থেকে প্রতিবেশী নিউজিল্যান্ডের সাথে খেলবে টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময়সূচীঃ
ম্যাচ | তারিখ | ভেন্যু |
তিনদিনের প্রস্তুতি ম্যাচ | ৩-৫ অক্টোবর | ফতুল্লা |
প্রথম টেস্ট | ৯-১৩ অক্টোবর | চট্টগ্রাম |
দ্বিতীয় টেস্ট | ১৭-২১ অক্টোবর | ঢাকা |