• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মদ্রিচদের শুধু উপভোগ করার পরামর্শই দেবেন দালিচ

    মদ্রিচদের শুধু উপভোগ করার পরামর্শই দেবেন দালিচ    

     

    বিশ্বকাপ শুরুর আগে যদি কেউ তাকে কথাটা বলত, তাহলে নিজেই হেসে উড়িয়ে দিতেন। এত ‘ফেভারিটদের’ মাঝে যে ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে, সেটা খোদ ক্রোয়াট কোচ দালিচই হয়ত কল্পনাতেও ভাবেননি। রূপকথার গল্পের মতো আজ লুঝনিকির ফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়াই। ফাইনালের আগে দালিচ বলছেন, রাকিটিচ-মদ্রিচদের শুধু উপভোগ করার পরামর্শই দেবেন।

    মাত্র ২৭ বছর আগে স্বাধীন হওয়া ক্রোয়েশিয়া একবারই খেলেছিল সেমিফাইনাল। ১৯৯৮ সালে ডেভর সুকারের সেই দল সেমিতে গিয়ে বিদায় নিয়েছিল দিদিয়ের দেশমের ফ্রান্সের কাছে হেরেই। ২০ বছর পর নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে ক্রোয়েশিয়ার সামনে সেই দেশমের ফ্রান্সই।

     

     

    ক্রোয়েশিয়াকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসবেন, এটা কখনোই ভাবেননি দালিচ, ‘আমি তো কখনই ভাবিনি ক্রোয়েশিয়াকে এই পর্যায়ে নিয়ে আসব। এটা বিশ্বাস করার তো কোনো কারণ ছিল না! যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখন প্লেঅফ এড়িয়ে বিশ্বকাপে পৌঁছানোর জন্য আমদের ইউক্রেনের বিপক্ষে জিততেই হতো। তখন থেকেই শুধু একটা ম্যাচ নিয়েই ভেবেছি, অনেক দূরের কথা ভাবিনি।’

    প্রথমবারের মতো ফাইনাল খেলবেন ক্রোয়েশিয়ার সবাই। আবার কবে এই সুযোগ আসবে কেউই হয়ত জানেন না। মদ্রিচদের তাই উপভোগ করার পরামর্শই দিচ্ছেন দালিচ, ‘ফাইনাল খেলাটা অবিশ্বাস্য ব্যাপার। আমি সবাইকে উপভোগ করতে বলব। তারা এখন পর্যন্ত যা করেছে তাতেই আমি গর্বিত। এই দলটা অসাধারণ। অনেকেরই হয়ত এটা শেষ বিশ্বকাপ। সবাই তাই শেষটা স্মরণীয় করেই রাখতে চাইবে।’

    রাত ৯টায় মস্কোর লুঝনিকিতে এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া।