• " />

     

    এবার বেলারুশ ক্লাবের কোচ ম্যারাডোনা

    এবার বেলারুশ ক্লাবের কোচ ম্যারাডোনা    

    ফুটবলার হিসেবে যত সাফল্য পেয়েছেন, কোচ হিসেবে তার ক্যারিয়ারের অর্জন ঠিক উল্টো। আর্জেন্টিনা জাতীয় দল কিংবা আরব আমিরাতে ক্লাব আল ওয়ালস; কোথাও সাফল্যের দেখা পাননি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ ব্যর্থতার পর ম্যারাডোনা বলেছিলে, কোনো বেতন ছাড়াই মেসিদের কোচ হতে চান। সেটা না হলেও কোচিং ক্যারিয়ার নতুনভাবে শুরু হচ্ছে ম্যারাডোনার, দায়িত্ব নিয়েছেন বেলারুশ ক্লাব ডায়নামো ব্রিস্টের।

    তিন বছরের জন্য ম্যারাডোনার সাথে চুক্তি করেছে ডায়নামো। দুই বছর আগে দেউলিয়া হওয়া ক্লাবটি কখনোই জেতেনি বড় কোনো ট্রফি। এমনকি ক্লাবটির আর্থিক অবস্থা এতই খারাপ ছিল, সমর্থকদের কাছে চাঁদা নিয়েই বানাতে হতো ফুটবলারদের জার্সি! তবে আরব আমিরাত থেকে নতুন মালিক ক্লাবটি কিনে নেওয়ায় দিন ফিরেছে তাদের। ৩০ হাজার ধারণক্ষমতাবিশিষ্ট নতুন স্টেডিয়ামও তৈরি করা হচ্ছে।

    ম্যারাডোনা বলছেন, তার কোচিংয়ে মুগ্ধ হবে খোদ বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোও, ‘আশা করি তিনি আমার দলের খেলা দেখে আমার ভক্ত হয়ে যাবেন! নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি।’

     

     

    ডায়নামো ব্রিস্টের ক্লাব পরিচালক ভিক্টর রাদকভ বলছেন, ম্যারাডোনার জন্যই ক্লাবের খেলা দেখবে ফুটবল ভক্তরা, ‘ম্যারাডোনা যেখানে কোচ থাকবেন, সেই খেলা দেখতে পুরো পৃথিবী থেকেই ফুটবল ভক্তরা এখানে আসবেন। এটা ক্লাবের জন্য দারুণ একটা ব্যাপার।’

    ম্যারাডোনা বেলারুশে কোচ হিসেবে কি সাফল্য পাবেন? নাকিয়ে আগের দুইবারের মতো এবারও খালি হাতে ফিরতে হবে?