• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    সৌভাগ্যের গোঁফ ফেলবেন না রামি

    সৌভাগ্যের গোঁফ ফেলবেন না রামি    

    বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ হয়নি। তাতে কি? আদিল রামির মাঠে নামতে হয়নি, তার গোঁফই ফ্রান্সকে জিতিয়ে দিয়েছে বিশ্বকাপ! অবাক হচ্ছেন? রামই নিজেই বলেছেন, তার লম্বা গোঁফই নাকি ফ্রান্সের বিশ্বকাপ জয়ের গোপন রহস্য! এজন্যই এই গোঁফটাও রেখে দেবেন তিনি।

    রামির এই গোঁফের রহস্যটা আসলে কি? আসলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার গোঁফ ছুঁয়ে মাঠে নেমেছিলেন আঁতোয়া গ্রিযমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়ের পর প্রতি ম্যাচের আগেই তার গোঁফ ছুঁয়ে মাঠে নামতেন গ্রিযমান। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। অন্য ম্যাচের মতো এই ম্যাচেও হারেনি ফ্রান্স, জিতেছে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

     

     

    ফাইনালের পরপরি অবসরের ঘোষণা দিয়েছেন রামি। তবে জাতীয় দলের হয়ে না খেললেও এই গোঁফটা ফেলবেন না, ‘এটা তো এখন ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত গোঁফ। এটার জন্যই হয়ত ফ্রান্স বিশ্বকাপ জিতেছে! তাই গোঁফটা রেখেও দেবো ভাবছি।’

    ১৯৯৮ বিশ্বকাপেও এরকম কুসংস্কার মানতেন ফ্রান্সের ফুটবলাররা। প্রতি ম্যাচের আগেই গোলরক্ষক ফ্যাবিয়েন বারতেজের টেকো মাথায় চুমু খেতেন লরা ব্লা। সেবারও বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স।