• " />

     

    'সেকেন্ডারি ক্যান্সার'-এ অস্ত্রোপচার লাগছে স্যার হ্যাডলির

    'সেকেন্ডারি ক্যান্সার'-এ অস্ত্রোপচার লাগছে স্যার হ্যাডলির    

    ক্যান্সার-আক্রান্ত স্যার রিচার্ড হ্যাডলির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে। এবার যকৃতে ‘সেকেন্ডারি ক্যান্সার’ ধরা পড়েছে নিউজিল্যান্ড কিংবদন্তির। নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যান্সারটি এখনও ‘খুবই প্রাথমিক অবস্থায়’ আছে। গত মাসে অন্ত্রে ক্যান্সার ধরা পড়েছিল স্যার হ্যাডলির, একটা টিউমার সরাতে অস্ত্রোপচারও করা হয়েছিল। 

    “চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এটা খুবই প্রাথমিক একটা অবস্থায় আছে, এবং অস্ত্রোপচার করা সম্ভব”, বিবৃতিতে বলা হয়েছে স্যার হ্যাডলির স্ত্রী লেডি ডিয়ানের পক্ষ থেকে, “এই অস্ত্রোপচার থেকে সেরে উঠলে রিচার্ডকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হবে। ।

     

     

    “এ বিষয়ে প্রথম বিবৃতিতে যেমনটি বলা হয়েছিল, আমরা স্বচ্ছতা রাখতে এ বিষয়ে সবকিছু জানাবো, গুজব ও ফিসফাস দূর করতে। এবং সবাইকে আবারও আমাদের একান্ত ব্যাপারে সম্মান জানাতে অনুরোধ করব।” 

    ওদিকে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে জিওফ্রি বয়কটের। হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে তাকে, বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে এ গ্রীষ্মেই বয়কটের ধারাভাষ্য দেওয়ার ইচ্ছাও জানিয়েছেন তার মেয়ে এমা বয়কট।