• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইচ্ছা করেই ফ্রান্সের উদযাপন দেখেননি কোর্তোয়া

    ইচ্ছা করেই ফ্রান্সের উদযাপন দেখেননি কোর্তোয়া    

    তাদের স্বপ্ন ভেঙে চুরমার করেই ফাইনালে উঠেছিল ফ্রান্স। ফ্রান্সের হাতে শিরোপা দেখে তাই একটুও ভালো লাগার কথা না বেলজিয়ামের থিবো কোর্তোয়ার, হয়েছেও সেটাই। কোর্তোয়া নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজার আগেই টিভি বন্ধ করে দিয়েছিলেন যেন ফ্রান্সের উদযাপন না দেখতে হয়!

    সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারার পর ক্ষুব্ধ কোর্তোয়া বলেছিলেন, ফ্রান্স ‘অ্যান্টি-ফুটবল’ খেলেছে। তাদের রক্ষণাত্মক ফুটবলের কারণেই বেলজিয়ামকে বাদ পড়তে হয়েছিল বলেই জানিয়েছিলেন বেলজিয়াম গোলরক্ষক। তার এই মন্তব্য নিয়ে সমালোচনাও কম হয়নি সেমির পর।

     

     

    যে দলের প্রতি এত রাগ, তাদের হাতে কীভাবে বিশ্বকাপ দেখাটা সহ্য করা যায়? কোর্তোয়া তাই ম্যাচ শেষের আগেই খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন, ‘আমি ৯৪ মিনিটেই টিভি বন্ধ করে দিয়েছিলাম। ফ্রান্সের বিশ্বকাপ জয় উদযাপন দেখার কোনও ইচ্ছাই ছিল না।’

     

     

    টিভি বন্ধ করায় অবশ্য মিস করেছেন নিজের গোল্ডেন গ্লোভস পাওয়ার খবরটাও। অন্যদের কাছে শুনে আবারও টিভির সামনে বসেছিলেন কোর্তোয়া, ‘যখন গোল্ডেন গ্লোভস পাওয়ার ব্যাপারে শুনলাম, তখন আবার টিভি দেখেছি। এটা আসলে দারুণ সম্মানের ব্যাপার। দলের জন্য কিছু করতে পেরে খুশি, তবে লক্ষ্যটা ছিল আরও অনেকদূর যাওয়া।’