• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলতে পারছেন না লেভানডফস্কি

    বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলতে পারছেন না লেভানডফস্কি    

    দুঃস্বপ্নটা এখনো ভুলতে পারছেন না রবার্ট লেভানডফস্কি। এই সময়ের সেরা স্ট্রাইকারদের একজন যাঁকে মনে করা হয়, তিনিই কি না বিশ্বকাপের তিন ম্যাচে একটি গোলও পেলেন না। পোল্যান্ডও কলম্বিয়া ও জাপানের পেছনে থেকে বিদায় নিল প্রথম রাউন্ড থেকে। লেভানডফস্কি বলছেন, বিশ্বকাপের ওই দুঃস্বপ্নের পর অনেক রাত ঠিকমতো ঘুমাতেও পারেননি।

    অথচ বিশ্বকাপে এসেছিলেন পোল্যান্ডের আশা ভরসা প্রতীক হয়ে। বাছাইপর্বে ইউরোপেই সবচেয়ে বেশি গোল ছিল তাঁর। কিন্তু বিশ্বকাপে গোল হয়ে রইল সোনার হরিণ। লেভানডফস্কি তাই বলছেন, ‘আমি অনেকগুলো বিনিদ্র রাত্রি কাটিয়েছি। আমি ভাবছিলাম ভুলটা কোথায় হয়েছে, কেন কিছুই করতে পারিনি আমরা। তবে এখান থেকে শিক্ষা নেওয়ারও আছে অনেক কিছু। এটা তিক্ত একটা অভিজ্ঞতা। কিন্তু এখন আমাদের কী করার আছে? আমাদের কি ছেড়ে দেওয়া উচিত? পরের ম্যাচগুলো সামনেই, আমাদের ঠিক পথে ফেরার একটা চেষ্টা করা উচিত।’

     

     

    নিজেরা বিদায় নেওয়ার পর লেভানডফস্কি সেভাবে আর বিশ্বকাপও দেখেননি, ‘এটা খুবই বেদনাদায়ক। আমি নিজে খুবই আহত, এখনও ধাক্কাটা আমাকে তাড়া করে ফিরছে। পুরোপুরি হজম করে উঠতে পারিনি। আমি আর মানুষ, মেশিন নই। ভুল আমিও করি। আমার আশা অনেক বেশি কিছু। কিন্তু স্বপ্ন যা ছিল, বাস্তবতা হয়ে গেল তার ঠিক উলটো। বিশ্বকাপে আমরা আর ছিলাম না, এটা কত বড় হৃদয়ভঙ্গ বলে বোঝানো যাবে না।’

    দলবদল নিয়েও শোনা যাচ্ছে অনেক রকম গুঞ্জন। লেভানডফস্কি অবশ্য বিশ্বকাপের সময় তাঁর এজেন্টকে পই পই করে বলে দিয়েছিলেন, যেন বিশ্বকাপের সময় তাঁকে বিরক্ত করা না হয় এ নিয়ে। এখন বিশ্বকাপ শেষ, লেভানডফস্কি খুব শিগগিরই বায়ার্নের কর্তাদের সঙ্গে বসবেন। তাঁর এজেন্ট অবশ্য জানিয়েছিলেন, তিনি বায়ার্ন ছাড়তে চান। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনই শোনা যাচ্ছে বেশি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেডও তাঁকে পেতে চাইছে বলে শোনা যাচ্ছে।