ফিফার সংক্ষিপ্ত তালিকায় নেই ব্রাজিলের কেউ
বিশ্বকাপ স্বপ্নভঙ্গই কি তাহলে কাল হলো নেইমারের জন্য? শুধু নেইমার বললে ভুল হবে, আসলে গোটা ব্রাজিলের জন্যই। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত যে তালিকা প্রকাশ করেছে তাতে নেইমারসহ নাম নেই কোনো ব্রাজিলিয়ানেরই। গত বছরের জুলাই থেকে এই বছরের জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে সেরা দশজনের জন্য।
ফিফার তালিকায় বেশ কয়েকটি নাম অনুমিতই। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি আছেন যথারীতি। তবে ফ্রান্সের বিশ্বকাপ সাফল্য বড় একটা ভূমিকা রেখেছে। কিলিয়ান এমবাপ্পে, আঁতোইন গ্রিজমান, রাফায়েল ভারান- ফ্রান্সের তিন জন আছেন সেরা দশে। দশজনের মধ্যে ভারান আবার একমাত্র ডিফেন্ডার। গোল্ডেন বল জয়ী ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও আছেন। বেলজিয়ামকে সেমিফাইনালে নিয়ে যাওয়া এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন আছেন। ডি ব্রুইন অবশ্য ম্যান সিটির হয়েও দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন। গোল্ডেন বুটজয়ী ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও জায়গা পেয়েছেন সেরা দশে।
ক্লাব ফুটবলে সাফল্যের স্বীকৃতি পেয়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ, তিনিও আছেন সেরা দশে। তবে নেইমার, কৌতিনহোসহ ব্রাজিলের কারও জায়গা হয়নি ।
সেরা দশঃ রোনালদো, ডি ব্রুইন, গ্রিজমান, হ্যাজার্ড, কেইন, এমবাপ্পে, মেসি, মদ্রিচ, সালাহ, ভারান