• " />

     

    পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিল নিউজিল্যান্ড

    পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিল নিউজিল্যান্ড    

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই বছরের শেষদিকে পাকিস্তান গিয়ে এই সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাতেই সেটি খেলতে চায় বলে জানিয়েছেন এনজেডসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে অক্টোবর-নভেম্বরে আরব আমিরাত যাবে নিউজিল্যান্ড। 

    ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ক্রিকেটের বসতি আরব আমিরাতে। ২০১৫ সালে জিম্বাবুয়ে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে সেই ধারা ভেঙে গিয়েছিল পাকিস্তানে। ফাফ ডু প্লেসির নেতৃত্বে কিছু আন্তর্জাতিক ক্রিকেটার ‘বিশ্ব একাদশ’ নামে খেলে আসার পর ওয়েস্ট ইন্ডিজ প্রথমসারির কয়েকজন ক্রিকেটারকে ছাড়া দল পাঠিয়েছিল পাকিস্তানে। এছাড়া পিএসএলের বেশ কিছু ম্যাচও হয়েছে সে দেশে। 

    পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেই নিউজিল্যান্ডকে প্রস্তাবটা দিয়েছিল পিসিবি। তবে সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে ভাবছে নিউজিল্যান্ড, “দিনের শেষে নিরাপত্তার রিপোর্ট ও সংশ্লিষ্ট পরামর্শের ওপরই সবকিছু নির্ভর করে। সন্দেহ নেই, তারা (পিসিবি) হতাশ। আমার মনে হয়, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের মতো দলের সফরকে তারা বড় ধাপ হিসেবে দেখেছিল।

    “তারা হতাশ। তবে তারা ভাল, আমরা পাকিস্তানের সঙ্গে ভালভাবেই এগিয়েছি। আমার মনে হয়, তারা আমাদের সিদ্ধান্তকে পুরোপুরি গ্রহণ করবে।” 

    বছরের শুরুতে এ সফর নিয়ে নিরাপত্তা পরামর্শক, সরকার ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনার ব্যাপারে এনজেডসিকে অনুরোধ জানিয়েছিল পিসিবি। 

    ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে করাচিতে টিম হোটেলের বাইরে বোমা বিস্ফোরণে সিরিজ সংক্ষিপ্ত করেই ফিরে এসেছিল তারা সেবার। 

    “ওয়েস্ট ইন্ডিজ কোন প্রক্রিয়ায় গেছে, আমি সে ব্যাপারে মন্তব্য করতে পারব না,” ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের ব্যাপারে বলেছেন বার্কলে, “আমি শুধু এটা জানি, আমরা খুবই বিস্তারিত প্রক্রিয়ায় এগিয়েছি, এবং যে সিদ্ধান্তে এসেছি, সেটা আমাদের জন্য স্বস্তির।” 

    “তারা নিজেদেরকে যে অবস্থায় আবিষ্কার করছে, আমরা সে ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করছি। আইসিসির সদস্য হিসেবে আমরা জানি, আইসিসি পাকিস্তানে আরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে সমর্থন করতে চায়, আমরা সেটাকে সমর্থনও জানাই।” 

    অবস্থা বিশ্লেষণ করতে এনজেডসিকে তিন মাস সময় দিয়েছিল পিসিবি, তবে ব্যক্তিগতভাবে তারা কোনও প্রতিনিধি পাঠায়নি সেখানে।