প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি
শুধু ইংল্যান্ডেই সাফল্যটা ধরা দিচ্ছিল না। বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে সেই কাঙ্খিত সেঞ্চুরিটাও পেয়ে গেলেন সিরিজের প্রথম টেস্টে। সঙ্গে দ্বিতীয় ইনিংসে ফিফটি। সে পারফরম্যান্স দিয়েই প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি, স্টিভ স্মিথকে সরিয়ে। সঙ্গে ক্যারিয়ারসেরা রেটিং-ও হয়েছে তার।
বল টেম্পারিং কেলেঙ্কারিতে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তাই খেলা হয়নি তার। আর এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে ঠিক ২০০ রানের ট্যালি ম্যাচে কোহলির, স্মিথের ৯২৯ রেটিং পয়েন্ট ছাপিয়ে এখন তার পয়েন্ট ৯৩৪।
তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট, তার পয়েন্ট ৮৬৫। ৮৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ান আরেক নিষিদ্ধ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
এর আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টের শীর্ষস্থানে বসেছেন মাত্র ৬ জন। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাস্কার, ভিরেন্দর শেহওয়াগ ও দিলিপ ভেংসরকার টেস্টে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন। ২০১১ সালে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন শচীন।
এজবাস্টনে কোহলিতে ভর করে লড়াই করা ভারত দুই ইনিংসে করেছে যথাক্রমে ২৭৪ ও ১৬২। মানে একাই ভারতের ৪৫.৮৭ শতাংশ রান করেছেন কোহলি।
কোহলি ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে তেমন পরিবর্তন হয়নি। দুই ইনিংসে ৭০ ও ২৮ রান করে চারধাপ এগিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ১২ নম্বর জায়গায় যোগ দিয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেইরস্টো।
আর ম্যাচসেরা পারফরম্যান্স দিয়ে দীর্ঘ এক লাফ দিয়েছেন স্যাম কারান। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৮০ ধাপ উন্নতি হয়েছে তার।