• " />

     

    বল টেম্পারিং, ব্যক্তিগত আক্রমণ : ক্রিকেটের যে ছবি দেখাতে চায় না আইসিসি

    বল টেম্পারিং, ব্যক্তিগত আক্রমণ : ক্রিকেটের যে ছবি দেখাতে চায় না আইসিসি    

    বল টেম্পারিংয়ের মতো বিষয়ে ক্রিকেটদর্শকরা মুখ খুলেছে বলে মন্তব্য করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। ব্যক্তিগত আক্রমণ, বল-টেম্পারিংয়ের মতো বিষয়ের ব্যাপারে আইসিসির কঠোর মনোভাবও আরেকবার মনে করিয়ে দিয়েছেন তিনি। লর্ডসে এমসিসির স্পিরিট অব ক্রিকেট কাউড্রি লেকচার দেওয়ার সময় এসব বলেছেন রিচার্ডসন। 

    “ক্রিকেটের ডিএনএ এর বিশুদ্ধতায় নিহিত। তবে আমরা সম্প্রতি এমন কিছু আচরণ দেখেছি, যা এসবকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এসব বন্ধ করতে হবে”, বলেছেন রিচার্ডসন। 

    “ব্যক্তিগত আক্রমণের মতোই স্লেজিং, আউট হওয়ার পর ফিল্ডারদের অঙ্গভঙ্গি, অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ, আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে খেলতে না নামার হুমকি, বল টেম্পারিং (আছে এর মাঝে)।

    “আমরা বিশ্বকে ক্রিকেটের যে ছবিটা দেখাতে চাই, এগুলো তার অংশ না। 

    “অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে মানুষের প্রতিক্রিয়াই চোখ খুলে দেয়। বার্তাটা পরিষ্কার ছিল- প্রতারণা তো প্রতারণাই। এসবের জন্য আমরা এখানে আসিনি।” 

    কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর, ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে। যদিও আইসিসির শাস্তি পেয়েছিলেন শুধু স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্মিথকে নিষিদ্ধ করা হয়েছিল এক টেস্ট, জরিমানা করা হয়েছিল ব্যানক্রফটকে। 

    আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের ‘প্রতিবাদ’-এ মাঠে দুই ঘন্টা দেরিতে নামার জন্য সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার দীনেশ চান্ডিমাল। সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজারকেও নিষিদ্ধ করেছে আইসিসি। 

    ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণের ব্যাপারেও কথা বলেছেন রিচার্ডসন। 

    “অনেকদিন ধরেই, জনসংখ্যার পঞ্চাশ শতাংশের অংশগ্রহণের ব্যাপারটা আমরা এড়িয়ে গেছি। তবে এটা এখন উল্লেখযোগ্য হারে বদলাচ্ছে। এবং এটা হতেই থাকবে। 

    “ক্রিকেটে অংশগ্রহণের ব্যাপারে লিঙ্গভেদে কোনও বাধা থাকা উচিৎ নয়।”