ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ, হাসান, আসগর
আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ের জরিমানা গুণেছেন পাকিস্তানের হাসান আলি, আফগানিস্তানের আসগর আফগান ও রশিদ খান। প্রত্যেকে আলাদা আলাদা ঘটনায় আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভেঙেছেন, ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদের। প্রত্যেকের রেকর্ডে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।
আসগরের এটি দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পেয়েছিলেন প্রথমটি। তিনি ও হাসান আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.১ ধারা ভেঙেছেন, যেখানে বলা আছে, “এমন আচরণ যা ক্রিকেটের চেতনাবিরোধি”। রশিদ ভেঙেছেন ২.১.৭ ধারা, যাতে আছে, “ব্যাটসম্যানের আউট হওয়ার পর তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোয় প্ররোচনা করার মতো ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি প্রদর্শন।”
পাকিস্তানের রান-তাড়ায় ৪৭তম ওভারে আসিফ আলিকে বোল্ড করে তার দিকে চোখ রেখে বেশ কিছুক্ষণ ধরে তর্জনী উঁচিয়ে ছিলেন রশিদ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে পাকিস্তান।
বোলিংয়ের সময় ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদিকে লক্ষ্য করে থ্রো করার হুমকি দিয়েছিলেন হাসান, আফগানিস্তান ইনিংসের ৩৩তম ওভারে। আর এর চার ওভার পর সিঙ্গেল নিতে গিয়ে হাসানের কাঁধ টেনে ধরেছিলেন আসগর।
ম্যাচশেষে প্রত্যেকেই নিজেদের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের শাস্তি মেনে নিয়েছেন।