• অস্ট্রেলিয়ার আরব আমিরাত সফর
  • " />

     

    অস্ট্রেলিয়া দলে একসাথে তিনজনের অভিষেক

    অস্ট্রেলিয়া দলে একসাথে তিনজনের অভিষেক    

     

    একসাথে চারজনকে অভিষেক করাবে অস্ট্রেলিয়া, আভাস পাওয়া গিয়েছিল এমনটাই। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে তিনজনের। মারনাস ল্যাবুশেন, অ্যারন ফিঞ্চ ট্রাভিস হেডকে নিয়ে দুবাই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

    চারজনের অভিষেকের কথা শুনে চোখ কপালে উঠছিল অনেকেরই। স্মিথ-ওয়ার্নারদের নিষেধাজ্ঞার কারণেই একের পর এক নতুন ক্রিকেটারকে দলে ডাকছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড সিরিজের পর একসাথে এক টেস্টে এতজন অজি ব্যাগি গ্রিন পরেননি। তবে চারজন নয়, আগামীকাল প্রথম টেস্টে অভিষেক হবে তিনজনের। গত ১০ বছরে তিনবার ঘটেছে এই ঘটনা, ২০০৯ ও ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনজন নতুন মুখকে একাদশে রেখেছিল অস্ট্রেলিয়া।  

    তিনজনের অভিষেক হলেও অনেকটা অপ্রত্যাশিতভাবে একাদশে জায়গা হয়নি অপেনা ম্যাট রেনশ’র। ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ফিরলেও কেন তাকে খেলানো হবে না, সেই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ অধিনায়ক টিম পেইন, ‘সে গত কয়েক মাস যথেষ্ট ক্রিকেট খেলেনি। অন্যদিকে মারনাস বেশ কিছু ম্যাচে খেলেছে এ দলের হয়ে। সে ভালো ফর্মেও আছে। রেনশ’র ভাগ্যটা তার সহায় হয়নি, এ দলের সাথে গিয়েও সে ঠিকমত ব্যাটিং করতে পারেনি মাথায় আঘাত পাওয়ার জন্য।’

    ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিচেল স্টর্ক, ফিরেছেন পিটার সিডলও। দুবাইতে পাকিস্তানের বিপক্ষে কাল প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

    অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মারনাস ল্যাবুশেন, টিম পেইন, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লায়ন, জন হল্যান্ড।