• অস্ট্রেলিয়ার আরব আমিরাত সফর
  • " />

     

    হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরছে অস্ট্রেলিয়া

    হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরছে অস্ট্রেলিয়া    

    পাকিস্তান ২০ ওভারে ১৫০/৫ ( বাবর ৫০, হাফিজ ৩২ , মার্শ ৬/২)

    অস্ট্রেলিয়া ১৯.১ ওভারে ১১৭ ( মার্শ ২১, শাদাব ৩/১৯)

    পাকিস্তান ৩৩ রানে জয়ী

     

    সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাই ছিল অস্ট্রেলিয়ার একমাত্র লক্ষ্য। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চের দল সেটাও পূরণ করতে পারল না। শাদাব খানের স্পিন বিষেই নীল হয়েছে অজিরা। পাকিস্তানের কাছে ৩৩ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েই দেশে ফিরছে অজিরা।

    তৃতীয় ম্যাচে ফিরে এলো আগের দুই ম্যাচের দেজা-ভু। পাকিস্তানকে অল্প রানের মাঝে আটকে রেখে সেই লক্ষ্য তাড়া করতে নামল অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচের মতো এবারো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ফিঞ্চের দল। ১৫১ তাড়া করতে নেমে প্রথম দুই ওভার দারুণ কেটেছে অজিদের। ওপেনার অ্যালেক্স ক্যারি ২ চার ও ২ ছয়ে মাত্র ৯ বলেই করেন ২০।

    অজিদের ইনিংসের সুখস্মৃতি বলতে এটুকুই। ১ রান করে ফাহিম আশরাফের বলে দ্বিতীয় ওভারে ফেরেন ফিঞ্চ। পরের ওভারের শুরুতেই ক্যারিকে ফেরান মোহাম্মদ হাফিজ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে জুটি গড়তে চেয়েছিলেন ক্রিস লিন, মিচেল মার্শরা। শাদাব ফিরিয়েছেন দুজনকেই। আগের ম্যাচে ফিফটি গ্লেন ম্যাক্সওয়েলও প্যাভিলিয়নে ফিরেছেন শাদাবের বলেই। শেষ পর্যন্ত ১১৭ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। 

    ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। বাবর আজম ও সাহিবজাদা ফারহানের ৯৩ রানের জুটি বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল পাকিস্তানকে। দুই বলের ব্যবধানে দুজন প্যাভিলিয়নে ফিরলে রানের গতিতে ভাটা পড়ে। সেই গতি আর বাকি সময়ে খুব একটা বাড়েনি।

    মোহাম্মদ হাফিজের ২০ বলে ৩২ রানের সুবাদে ১৫০ রানের পুঁজি পায় সরফরাজ আহমেদের দল। শেষ পর্যন্ত সেটাই জয়ের জন্য যথেষ্ট হয়েছে।