• অস্ট্রেলিয়ার আরব আমিরাত সফর
  • " />

     

    অস্ট্রেলিয়াকে বল টেম্পারিং নিয়ে স্লেজিং করবে না দ. আফ্রিকা

    অস্ট্রেলিয়াকে বল টেম্পারিং নিয়ে স্লেজিং করবে না দ. আফ্রিকা    


    স্যান্ডপেপার। কেপটাউন। ক্যামেরন ব্যানক্রফট। স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার। এসব শব্দের পরে যে শব্দটা আসে- বল টেম্পারিং। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে আবার। এবার নতুন অস্ট্রেলিয়া, নতুন অধিনায়ক। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি বলছেন, সামনের ওয়ানডে সিরিজে বল টেম্পারিং নিয়ে অস্ট্রেলিয়াকে স্লেজিং করবে না তার দল। 

    কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপার ব্যবহার করে বলের কন্ডিশন বদলানোর সময় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। পরে এই ঘটনায় জড়িত থাকার দায়ে ব্যানক্রফটসহ স্মিথ ও ওয়ার্নারকেও নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সে ঘটনা মনে রাখতে চান না ডু প্লেসি। 

    “আমার মনে হয় না দল হিসেবে আমরা এমন কাজ করবো”, ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে বলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। 

    “নিউল্যান্ডসে কী ঘটেছে, আমাদের জন্য সেটা অতীত। আমাদের জন্য আমাদের কাজের অংশ এটি। ক্রিকেটের সঙ্গে এর সম্পর্ক নেই। এটা অতীতের ঘটনা।” 

    ডু প্লেসি নিজেও দুইবার বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এর একটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই, যেখানে মুখের লজেন্স থেকে লালা ব্যবহার করেছিলেন তিনি। 

    পার্থে দুই দলের প্রথম ওয়ানডের পরের দুইটি ম্যাচ হবে ৯ তারিখে অ্যাডিলেডে, ১১ তারিখে হোবার্টে।