• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারেন মরগান

    বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারেন মরগান    

     

    দলের অধিনায়ক তিনি, মিডল অর্ডারের অন্যতম ভরসাও। ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান অবশ্য নিজের চেয়ে দলের কথাটাই বেশি ভাবেন। ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে মরগান বলছেন, বিশ্বকাপের আগে ফর্মে না থাকলে নিজেই দল থেকে সরে দাঁড়াবেন!

    অনেক বছর ধরেই ইংলিশদের মিডল অর্ডার সামলাচ্ছেন। গত কয়েক বছরের তুলনায় এই বছর একটু রানখরার মাঝে দিয়েই যেতে হচ্ছে মরগানকে। ১৮ ম্যাচে ৩৩ গড়ে করেছেন ৫৬১, নেই কোনো সেঞ্চুরিও। অন্যদিকে রানের মাঝে থাকলেও শ্রীলংকা সফরে দলে সুযোগ নাও পেতে পারেন অ্যালেক্স হেলস।

    অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য এর আগেও মরগান সরে দাঁড়িয়েছিলেন ওয়ানডে দল থেকে। সেই সময় অধিনায়ক হয়েছিলেন জস বাটলার। আগামী কয়েক সিরিজে প্রত্যাশা অনুযায়ী রান না পেলে প্রয়োজনে বিশ্বকাপেও এভাবে সরে দাঁড়াবেন মরগান, ‘এটা অনেকের কাছে অনেক সাহসী সিদ্ধান্ত মনে হতে পারেন। কিন্তু আমাদের দল এখন অনেক এগিয়ে গেছে। সামনেই বিশ্বকাপ, সেটায় আমাদের সেরা দলকেই খেলতে হবে। যদি মনে হয় আমি এই সেরা দলে জায়গা পাওয়ার যোগ্য না, তাহলে অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে নিজেই সরে দাঁড়াব।’

    কোনো ব্যক্তি নয়, পুরো দলের পারফরম্যান্সেই বিশ্বকাপ জয়ের মূলমন্ত্রও, বলছেন মরগান, ‘আমি আগেও নিজেকে দল থেকে বাদ দিয়েছি, ভবিষ্যতেও দেব। যখন আপনি নিজেকে এভাবে বাদ দেবেন, দলের অন্যরাও বুঝে যাবে তাদের কতটুক ভালো খেলতে হবে। আমরা ১৬-১৭ জনের একটা স্কোয়াড তৈরি করব বিশ্বকাপের জন্য। বিশ্বকাপে ভালো খেলতে হলে সবাইকেই নিজের জায়গায় ভালো খেলতে হবে।’