• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে অধিনায়ক চান জনসন

    বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে অধিনায়ক চান জনসন    

    দলে তাঁর জায়গাটা অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি নড়বড়ে। এই আছেন তো এই নেই, গ্লেন ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অবস্থা এখন এমনই। সামনেই বিশ্বকাপ, সেই স্কোয়াডে থাকবেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। এরকম অবস্থায় সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন বলছেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ম্যাক্সওয়েলকেই দেখতে চান তিনি!

     

     

    গত বছরের মার্চে বল টেম্পারিং কেলেঙ্কারির পর নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর ওয়ানডে দলের দায়িত্ব এসেছে অ্যারন ফিঞ্চের ওপর। কিন্তু গত কয়েক মাসে দলের পাশাপাশি ফিঞ্চের পারফরম্যান্সের গ্রাফও নিম্নমুখী। নিষেধাজ্ঞা কাটলেও মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফেরা অনিশ্চিত সাবেক অধিনায়ক স্মিথের। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কে, সেটাই এখন বড় প্রশ্ন।

     

     

    ২০১৫ সালে একসাথে বিশ্বকাপ জেতা জনসন মনে করেন, ম্যাক্সওয়েলই বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবিদার, ‘ম্যাক্সওয়েলকে অধিনায়ক করার কথায় অনেকে চোখ কপালে তুলতে পারেন। কিন্তু জাতীয় দল ও আইপিএলে তাঁর সাথে খেলার সুবাদে আমি বলতে পারি, তাকে সবসময়ই ভুল বুঝা হয়েছে। সে হয়ত অনেকের চোখেই অধিনায়ক হওয়ার যোগ্য না। যদিও মেলবোর্ন স্টার্স তাকে বিগ ব্যাশে অধিনায়ক করেছে। এতে অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতাও অনেক বেড়েছে।’

    বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সব গুণই ম্যাক্সওয়েলের মাঝে আছে বলে বিশ্বাস জনসনের, ‘নেতৃত্ব দেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার, সেটা তাঁর আছে। সে খেলাটাকে ভালোবাসে, খেলাকে বুঝে। সে ম্যাচের পরিস্থিতি বুঝতে পেরে সেই অনুযায়ী সিদ্ধান্তও নিতে পারে। এখন তাঁর পরিপক্বতা ওই পর্যায়ে পৌঁছে গেছে।’

    অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট জনসনের কথা আমলে নেবেন কিনা, সেটা জানা যাবে কয়েক মাসের মাঝেই।