• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    এবার পাকিস্তানও বিশ্বকাপ জিততে পারে: মালিক

    এবার পাকিস্তানও বিশ্বকাপ জিততে পারে: মালিক    

    পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জিতবে, টুর্নামেন্ট শুরুর আগে এমন কথা বললে হয়ত বেশিরভাগ মানুষই হেসে উড়িয়ে দিত। সবাইকে চমকে দিয়ে অবশ্য ২০১৭ সালে এই ট্রফি জিতেছিল সরফরাজ আহেমদের দলই। সামনেই বিশ্বকাপ, ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টকে সামনে রেখে শোয়েব মালিক বলছেন, বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে পাকিস্তানের সামনেও!

    ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল পাকিস্তান। এরপর ১৯৯৯ সালের ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল তাদের। তারপর থেকেই বিশ্বকাপ মানেই যেন পাকিস্তানের হতাশা। শেষ চার বিশ্বকাপের একটিতেও ফাইনাল খেলতে পারেনি তাঁরা।

     

     

    মালিকের বিশ্বাস, এবার পাকিস্তানের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে, ‘ আমার মনে হয় এবারের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে পাকিস্তানের সামনে। তবে আমরা শেষ পর্যন্ত কতদূর যেতে পারি, সেটা নির্ভর করবে পারফরম্যান্সের ওপরই। বিশ্বকাপ জেতার সব যোগ্যতাই আমাদের আছে। কিন্তু যোগতা দিয়ে তো আর বিশ্বকাপ জেতা যায় না, পারফরম্যান্স দিয়ে জিততে হয়।’

    ৩৬ বছর বয়সী মালিকের এটাই হয়ত শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষভাগে এসে কোনো আক্ষেপ নেই তাঁর, ‘আমার কোনোকিছুতে আক্ষেপ নেই। হয়ত অনেক ব্যাপারে আরো ভালো কিছু করতে পারতাম। ২০০৮ সালে অধিনায়কের দায়িত্বটাও নিতে পারতাম। যখন দলে যোগ দেই তখন অনেক কিংবদন্তি ক্রিকেটার ছিলেন আমাদের সাথে, তাদের থেকে অনেক কিছু শিখতেও পারতাম। তাও নিজের ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট।’

    ১৯৯২ সালের বিশ্বকাপের ফরম্যাটেই হবে এবারের বিশ্বকাপ। পাকিস্তান কি পারবে সেবারের মতো এবারও চমক দেখিয়ে শিরোপা জিততে?