• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে পন্টিংকে পাচ্ছে অস্ট্রেলিয়া

    বিশ্বকাপে পন্টিংকে পাচ্ছে অস্ট্রেলিয়া    

    অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। অধিনায়ক হিসেবে টানা দুইবার বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন রিকি পন্টিং। আগামী বিশ্বকাপে আবার পন্টিংকে পাচ্ছে অস্ট্রেলিয়া। এবার অবশ্য তাঁর ভূমিকা ভিন্ন। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য পন্টিংকে অস্ট্রেলিয়ার সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

     

     

    বিশ্বকাপের মঞ্চে আবার অস্ট্রেলিয়া দলের সাথে যুক্ত থাকতে পেরে দারুণ উচ্ছ্বসিত পন্টিং, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কোচিং দলে থাকবো, এটা ভেবেই দারুণ লাগছে! এর আগেও অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করেছি। কিন্তু বিশ্বকাপটা পুরো ভিন্ন ব্যাপার। এই দল ও নির্বাচকদের ওপর আমার বিশ্বাস আছে। আমাদের হারানো সহজ হবে না। আশা করি ভালো একটা টুর্নামেন্ট কাটবে অস্ট্রেলিয়ার জন্য।’

    ২০১৭ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি কোচিং দলে ডাক পান পন্টিং। গত বছর ইংল্যান্ডে কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রথম সিরিজেও তাঁর সহকারি হিসেবে ছিলেন পন্টিং। ল্যাঙ্গারও বিশ্বকাপে পন্টিংকে পাশে পেয়ে খুশি, ‘রিকি জানে বিশ্বকাপ জিততে কী করতে হয়। শুধু ব্যাটসম্যানদের জন্য না, সে পুরো দলকেই উজ্জীবিত করতে পারবে।’

    মার্চে শুরু হতে যাওয়া আইপিএলে দিল্লির কোচের দায়িত্ব পালন করবে পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শুরু পহেলা জুন আফগানিস্তানের বিপক্ষে। এর আগে ব্রিসবেনে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল। আইপিএল শেষ করেই দলের সাথে যোগ দেবেন পন্টিং।

    ক্রিকেটার হিসেবে তো ‘অজেয়’ অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হিসেবে কি পন্টিং পারবেন সেটার পুনরাবৃত্তি ঘটাতে?