• আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপ শেষ হাফিজের?

    বিশ্বকাপ শেষ হাফিজের?    

     

     

    বর্তমান পাকিস্তান দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মাঝে অন্যতম তিনি। ব্যাটিং কিংবা বোলিং, ম্যাচ জয়ে মোহাম্মদ হাফিজের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করে দল। আসন্ন বিশ্বকাপেও দলের অন্যতম মূল ভরসা হাফিজ। বিশ্বকাপকে সামনে রেখে এবার বড় একটা ধাক্কাই খেল পাকিস্তান। পিএসএলের ম্যাচে আঙ্গুলে আঘাত পেয়েছেন হাফিজ, লাগবে অস্ত্রোপচারও। এতেই অনিশ্চিত হয়ে পড়েছে হাফিজের বিশ্বকাপে খেলা।

    লাহোর কালান্দারস ও করাচী কিংসের ম্যাচের ১৩ তম ওভারে নিজের বলেই কলিন ইনগ্রামের ক্যাচ ধরতে গিয়েছিলেন হাফিজ। এতেই বেঁধেছে বিপত্তি, বল সজোরে লেগেছে তার ডান হাতের বুড়ো আঙ্গুলে। ব্যথায় কাতর হাফিজকে সাথে সাথে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেই ম্যাচে আর ফেরা হয়নি হাফিজের, খেলেননি পেশোয়ার জালমির বিপক্ষে পরের ম্যাচেও।

    ধারণা করা হয়েছিল, কয়েকদিন বিশ্রামেই হয়ত সেরে যাবে হাফিজের হাতের ব্যথা। তবে এক্সরের পর ডাক্তাররা দিয়েছেন দুঃসংবাদ। অস্ত্রোপচার ছাড়া ভালো হবে না হাফিজের আঙুল। এই অস্ত্রোপচারের পর হাফিজ কবে খেলায় ফিরতে পারবেন, সেটাও নিশ্চিতভাবে বলতে পারছেন না ডাক্তাররা।

    এদিকে এই ইনজুরির কারণে পিএসএল কার্যত শেষ হয়ে গেছে হাফিজের। তার জায়গায় লাহোরের অধিনায়ক করা হয়েছে এবি ডি ভিলিয়ার্সকে। শুধু পিএসএল নয়, আঙ্গুলের ইনজুরিতে হাফিজের বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় জেগেছে। শেষ পর্যন্ত সুস্থ হয়ে বিশ্বকাপের আগে ফিরতে পারেন কিনা, সেটা জানা যাবে তার অস্ত্রোপচারের পরেই।