• অস্ট্রেলিয়ার আরব আমিরাত সফর
  • " />

     

    দুবাই টেস্ট বাঁচিয়ে অস্ট্রেলিয়া হবে আরও 'ভয়ংকর': আর্থার

    দুবাই টেস্ট বাঁচিয়ে অস্ট্রেলিয়া হবে আরও 'ভয়ংকর': আর্থার    

     

    চতুর্থ দিনশেষে পাকিস্তানের জয়কে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। দুবাই টেস্টের শেষদিনে অবশ্য অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য প্রতিরোধে ড্র নিয়েই খুশি থাকতে হয়েছে সরফরাজ আহমেদদের। দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান কোচ মিকি আর্থার বলছেন, দুবাই টেস্ট বাঁচিয়ে দেওয়ায় পরের টেস্টে আরও ভয়ংকর হয়ে উঠবে অজিরা।

    উসমান খাওয়াজা ও টিম পেইনের দুর্দান্ত ব্যাটিং হারের মুখ থেকে বাঁচিয়ে এনেছে অস্ট্রেলিয়াকে। দিনের শেষ ওভার পর্যন্ত জয় পাওয়ার জন্য মরিয়া ছিলেন ইয়াসির শাহরা। কিন্তু অজিদের শেষ দুই উইকেট ফেলতে পারেননি তারা। ড্র করেই জয়ের সমান আনন্দে মেতেছে পেইনরা।

    আর্থার মনে করেন, ওই ড্র অস্ট্রেলিয়াকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, ‘যে লড়াইটা তারা করেছে দুবাইতে, এটা অবশ্যই তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। ম্যাচটা আমরাই জিততাম, অজিদের দারুণ প্রতিরোধ সেটা হতে দেয়নি। সিরিজের পরবর্তী সময়ে এই প্রতিরোধটা তারা ধরে রাখতে চাইবে।’

    দুবাইতে জিতেই সিরিজে এগিয়ে যেতে পারত পাকিস্তান। পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে অলআউট না করতে পারায় এখনও হতাশ আর্থার, ‘সেদিন না জিততে পারাটা খুব হতাশাজনক ছিল। দলের সবার অবস্থা তো এমন ছিল যে আমরা হেরেই গেছি! এটা আসলে একদিকে ভালো ব্যাপার, সবাই মানসিকভাবে অনেক পক্ব হচ্ছে প্রতিনিয়তই। তারা ড্র করেই খুশি থাকতে চায় না, জিততে চায়। আশা করি পরের টেস্টে সেই জয়টা আমরা পাবোই।’

    ১৬ অক্টোবর আবুধাবিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।