দ্বিতীয় দিনে বদলি উইকেটকিপার নামাতে পারে পাকিস্তান
গত বছরই নিয়মটা করেছিল আইসিসি। ম্যাচ চলার সময় উইকেটরক্ষক ব্যথা পেলে একাদশের বাইরে থাকা কেউ একজন তার বদলি হিসেবে কিপিং করতে পারবেন। ভারতের বিপক্ষে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজও খেলিয়েছিল বদলি কিপার। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে দেখা যেতে পারে এমন কিছুই। কাল ব্যাটিং করতে নেমে হাতে ব্যথা পাওয়া পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের জায়গায় উইকেটের পেছনে দাঁড়াতে পারেন মোহাম্মদ রিজওয়ান।
গতকাল ৭০ তম ওভারে মিচেল স্টার্কের বল সরফরাজের বাম হাতে লাগে। ওই সময় তার রান ছিল ৯০। ওই আঘাতের পর বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে ব্যাটিং করেন সরফরাজ, এরপর প্যাভিলিয়নে ফেরেন ৯৪ রান করে। পাকিস্তান বোলিংয়ে নামার পর ৭ ওভার কিপিং করলেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। তবে ব্যথা নিয়ে কিপিং করলেও দারুণ এক ক্যাচ নিয়েছেন খাওয়াজার। কাল কিপিং করলেও আজকে তাকে নাও দেখা যেতে পারে উইকেটের পেছনে। ব্যথার ব্যাপারে নিজেই জানিয়েছেন সরফরাজ, ‘হাত ভালোভাবে নাড়াতেই পারছি না। শুধুমাত্র সেঞ্চুরির জন্য ব্যাটিং চালিয়ে গিয়েছিলাম। মিকি ম্যাচ রেফারির সাথে কথা বলবে বদলি উইকেটরক্ষকের ব্যাপারে। আশা করি এটা দ্রুতই সেরে উঠবে।’
আইসিসির ১.২.১ ধারা অনুযায়ী, খেলার শুরুর আগে প্রতি দলের অধিনায়ক ছয় জন বদলি ফিল্ডারের নামের তালিকা দেবে। ম্যাচের সময় কেউ আহত হলে এদের মাঝে থেকেই কাউকে নামানো যাবে। তবে ১.২.২ ধারা বলছে, যদি ম্যাচ রেফারি অনুমতি দেন, তাহলে এই ছয়জনের বাইরে থাকা কাউকে নামাতে পারবে দলটির অধিনায়ক।
সরফরাজের জায়গায় কিপিং করতে পারেন রিজওয়ান। যদিও তাকে দ্বিতীয় টেস্টের আগেই পাকিস্তান এ দলের হয়ে খেলার জন্য চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ১.২.২ ধারা অনুযায়ী বদলি ফিল্ডারের তালিকায় না থাকলেও অবশ্য তাকে কিপিং করাতে পারবে পাকিস্তান। সরফরাজ মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব নেবেন আসাদ শফিক।