• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    মেডিকেল রিপোর্ট ইতিবাচক হলে এনওসি পাবেন সাকিব

    মেডিকেল রিপোর্ট ইতিবাচক হলে এনওসি পাবেন সাকিব    

    মেডিকেল রিপোর্ট ইতিবাচক হলে সাকিব আল হাসানকে আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলার অনাপত্তিপত্র বা এনওসি দিবে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আঙুলের চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই লিগ খেলার অনুমতি চেয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। 

    এশিয়া কাপের মাঝপথে আগেই চোট পাওয়া আঙুলের সংক্রমণ নিয়ে দেশে ফিরেছিলেন সাকিব। এরপর গিয়েছিলেন অস্ট্রেলিয়া। অস্ত্রোপচার প্রয়োজন হয়নি তার, আপাতত সেটা দরকারও নেই। সাকিব চেয়েছিলেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে। মেডিকেল রিপোর্ট সাকিবকে ফিট ঘোষণা করলে তাকে অনাপত্তিপত্র দিতেও আপত্তি নেই বিসিবির, “মেডিকেল রিপোর্ট দিবে, সেটা ইতিবাচক হলে তাকে আমরা এনওসি দিয়ে দিচ্ছি”, বলেছেন আকরাম, “এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার  করতে পারবে না। আপাতত ব্যথাও নেই। (মেডিকেল রিপোর্টে) যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।”

    চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজের দলে নেই সাকিব, তার জায়গায় টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাকে দলে পাওয়ার আশা করছেন আকরাম, “ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো।”

    আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২৩ ডিসেম্বর, চলবে ১ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিপিএল। ২২ নভেম্বর চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, যেখানে দুইটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল।