• বাংলাদেশ-জিম্বাবুয়ে
  • " />

     

    টেইলরদের কাউকে 'খাওয়াজা' হয়ে উঠতে বলছেন রাজপুত

    টেইলরদের কাউকে 'খাওয়াজা' হয়ে উঠতে বলছেন রাজপুত    

    আজ ৩০ ওভারে জিম্বাবুয়ে হারিয়েছে ২ উইকেট। আলোকস্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে খেলা, শেষদিন তাই মিরপুর টেস্ট বাঁচাতে জিম্বাবুয়েকে ব্যাটিং করতে হতে পারে ৯০ ওভারেরও বেশি। আগেরদিন ব্রেন্ডন টেইলর বলে গিয়েছিলেন, এ টেস্ট বাঁচানোই হবে জিম্বাবুয়ের জন্য মিরাকল। আর কোচ লালচাঁদ রাজপুত আজ বললেন, টেইলরদের মধ্যে কাউকে খেলতে হবে উসমান খাওয়াজার ‘দুর্নিবার-দুবাই’ ধরনের কোনও ইনিংস। 

    গত মাসে দুবাইয়ে ম্যাচ বাঁচাতে অস্ট্রেলিয়াকে ৪র্থ ইনিংসে খেলতে হতো ১৪০ ওভার। উসমান খাওয়াজা খেলেছিলেন ৫২২ মিনিট, ক্রিজে ছিলেন ১২৬তম ওভার পর্যন্ত, করেছিলেন ১৪১ রান। ২ উইকেট বাকি রেখে ম্যাচ ড্র করেছিল অস্ট্রেলিয়া। রাজপুতের আশা, তেমন একটা ইনিংস খেলুন জিম্বাবুয়ের কেউ, “কী হবে, আপনি তো বলতে পারেন না। একটা বা দুইটা বড় জুটির ব্যাপার। এমন তো হয়েছে (আগেও)। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখুন, তারা টেস্টটা বাঁচিয়েই দিয়েছিল। খাওয়াজা পুরো দিন ব্যাটিং করেছিল।

    “আমরা আশা করি, কেউ এগিয়ে এসে পুরো সেশন ব্যাটিং করবে। তিনটি সেশনের তো ব্যাপার এখন। এক সেশন কাটিয়ে দিতে পারলে আমরা ধীরে ধীরে এটা করতে পারব। আশা করি, তখন টেস্টটাও বাঁচাতে পারব।” 

    টেস্ট বাঁচালে জিম্বাবুয়ে জিতে যাবে সিরিজই। ক্রিজে আছেন ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। টেইলর এই টেস্টের প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি, আর উইলিয়ামস সিলেট টেস্টে দারুণ খেলে হয়েছিলেন ম্যাচসেরা। শেষদিনের প্রথম ঘন্টায় তাদের দিকেই তাকিয়ে থাকবেন রাজপুত, “শুরুর এক ঘন্টা গুরুত্বপূর্ণ। যদি ব্রেন্ডন ও শন সেটা কাটিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের ওপর চাপ পড়বে।” 

    জিম্বাবুয়ে শেষ এরকম ম্যাচ বাঁচানোর অনুভূতি পেয়েছিল আজ থেকে প্রায় ২২ বছর আগে। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচ ড্র করতে চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছিল ১০০ ওভার। তবে অকল্যান্ডের সেই উইকেটের সঙ্গে নিশ্চিতভাবেই অনেক পার্থক্য মিরপুরের এ উইকেটের। পঞ্চম দিনে স্পিনাররা সহায়তা পাবেন এখানে, ফুট-মার্ক থেকেও মিলবে বাড়তি সাহায্য। তবে উইকেটের আচরণ মাথায় রাখতে চান না রাজপুত, “পিচ তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সেটা নিয়ে ভাবছি না। এখন শুধু নিজের রক্ষণ সামলাতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে। বল হুট করে লাফিয়ে উঠলে বা এমন কিছু হলে তো সেটা দুর্ভাগ্য, তবে অন্তত চেষ্টা তো করতে হবে। আশা করি আমরা প্রতিটি বল ইতিবাচকভাবে খেলব, সেশন ধরে খেলব। আলগা ডেলিভারির জন্য অপেক্ষা করব। রানের জন্যও চেষ্টা করতে হবে। আশা করি আমরা সেশনগুলো কাটিয়ে দিতে পারব।”