• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্নাব্যুতে একসঙ্গে সুপার ক্লাসিকো দেখবেন মেসি-রোনালদো?

    বার্নাব্যুতে একসঙ্গে সুপার ক্লাসিকো দেখবেন মেসি-রোনালদো?    


    সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে একে ওপরের মুখোমুখি হয়েছেন বহুবার। কিন্তু এইবার রিয়াল মাদ্রিদের মাঠে অন্য কারণে আসছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলতে নয়, খেলা দেখতে হাজির হবেন তারা। ৯ তারিখ বার্নাব্যুতে হবে কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ। সেই ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনার দুই ক্লাব, রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে রিভার-বোকা ম্যাচ দেখতেই বার্নাব্যুতে আসবেন মেসি-রোনালদো।


    আরও পড়ুন: মেসি থাকছেন, পেরেজের জন্য রোনালদোর 'না' 


    এএস এর রিপোর্টে আরও বলা হয়েছে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলা দেখানোর ব্যবস্থা করতে চাইছেন আসলে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। গত প্রায় একযুগ ধরে ফুটবল দুনিয়া শাসন করেছেন এই দুইজন, পেরেজের কাছে তাদের সম্মান জানানোর একটা উপলক্ষ্যও এই ম্যাচ। 

    সিরি আতে শুক্রবার রাতে ইন্টার মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস। সপ্তাহের ছুটিটা রোনালদো স্পেনের রাজধানী মাদ্রিদেই কাটাবেন বলে আশা করা হচ্ছে। আর রবিবার লা লিগায় মেসির বার্সার প্রতিপক্ষ এস্পানিওল। ম্যাচের একদিন আগে হলেও, মেসিও ফাইনাল দেখতে রোনালদোর সঙ্গে যোগ দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

    এএস জানাচ্ছে, বার্নাব্যুতে রিভার-বোকা ম্যাচ নির্ধারণ হওয়ার পরই টিকেটের জন্য সাবেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন রোনালদো। আর মেসি টিকেটের জন্য সরাসরি স্পেন ফুটবল ফেডারেশনের কাছে টিকেট চেয়েছেন। আর পেরেজ চাইছেন দুইজনকে পাশাপাশি বসিয়ে বার্নাব্যুতে ফাইনাল দেখানোর ব্যবস্থা করতে। 

     

    এর আগে কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ আর্জেন্টিনাতে হওয়ার কথা থাকলেও মাঠের বাইরে সংঘর্ষের কারণে বাতিল হয়। পরে নতুন ভেন্যু হিসেবে ঠিক করা হয় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু।