• অস্ট্রেলিয়া-ভারত সিরিজ
  • " />

     

    অ্যাডিলেডেই অভিষেক হচ্ছে হ্যারিসের

    অ্যাডিলেডেই অভিষেক হচ্ছে হ্যারিসের    

     

    অভিষেক হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন দুইজন। তাদের মাঝে কপাল খুলছে শুধু ভিক্টোরিয়ান ওপেনার মার্কাস হ্যারিসের। আগামীকাল অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে হ্যারিসের।

    ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের জন্য টেস্ট দলে ডাক পেয়েছিলেন হ্যারিস। তাঁর সাথে স্কোয়াডে ছিলেন আরেক ভিক্টোরিয়ান পেসার ক্রিস ট্রিমেইন। প্রথম টেস্টে ট্রিমেইনের জায়গা হয়নি একাদশে, সুযোগ পেয়েছেন শুধু হ্যারিসই। অ্যারন ফিঞ্চের সাথে ওপেনিংয়ে নামবেন তিনি। হ্যারিস অস্ট্রেলিয়ার ইতিহাসের ৪৫৬তম টেস্ট ক্রিকেটার।

    ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পিটার হ্যান্ডসকম্ব। বাদ পড়েছেন মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি মার্শের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে করেছিলেন ১৭৬ রান, পাকিস্তানের বিপক্ষে চার ইনিংসে তাঁর রান ছিল মাত্র ৩০। মিচেল বাদ পড়লেও দলে আছেন তাঁর ভাই শন মার্শ।

    প্রথম টেস্টে অস্ট্রেলিয়া নিয়েছে তিন পেসার ও এক স্পিনার। জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়নরাই সামলাবেন বোলিং আক্রমণ। টিম পেইনের নেতৃত্বে থাকা একাদশে আছেন উসমান খাওয়াজা ও ট্রাভিস হেডও।  

    এদিকে অ্যাডিলেড টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ভারত। দলে আছেন মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হানুমা বিহারি, ঋশভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। কাল একাদশ ঘোষণার সময় বাদ পড়তে পারেন রোহিত কিংবা বিহারির মাঝে যেকোনো একজন। ১২ জনের দলে জায়গা হয়নি ভুবনেশ্বর কুমার ও কুলদিপ যাদবের।