• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসি থাকছেন, পেরেজের জন্য রোনালদোর 'না'!

    মেসি থাকছেন, পেরেজের জন্য রোনালদোর 'না'!    


     

    থাকার কথা ছিল দুজনেরই। লিওনেল মেসি নিজ থেকে আগ্রহ দেখিয়েছিলেন, শোনা যাচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোও থাকবেন। কিন্তু রোব বার (৯ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে মেসি-রোনালদোর একসঙ্গে বসে দেখা হচ্ছে না কোপা লিবার্তোদোরসের ফাইনাল। মেসি রাজি থাকলেও রোনালদো ‘না’ বলে দিয়েছেন বলে জানাচ্ছে স্প্যানিশ দৈনিক এএস। ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে শীতল সম্পর্কটাই কারণ বলে জানাচ্ছে স্প্যানিশ পত্রিকা।

    বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের ফাইনাল নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম ফুটবলবিশ্ব। অনেক জল ঘোলা, অনেক ঘটন অঘটনের পর রিভার প্লেটের মাঠ থেকে ভেন্যুটা বদলে গেছে অন্য মহাদেশে। নিজ দেশের দুই ক্লাবের এমন ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ নিয়ে মেসির আগ্রহ এতোটাই বেশি ছিল, নিজেই নাকি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে টিকিট চেয়েছেন।

    এই সুযোগটাই নিতে চেয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের মাঠে ম্যাচ, সেখানে মেসি থাকবেন- পেরেজ চেয়েছিলেন দুই কিংবদন্তিকে পাশাপাশি বসিয়ে খেলা দেখাতে। মেসির তাতে আপত্তি ছিল না বলেই জানা যায়। রোনালদো শুরুতে রাজি থাকলেও পরে বেঁকে বসেন। এএস বলছে, রোনালদো মনে করছেন এখনই বার্নাব্যুতে ফেরার ঠিক সময় মনে করেন না তিনি। পেরেজের সঙ্গে সম্পর্কের অবনতির পর এই মৌসুমেই পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। সিআরসেভেন মনে করছেন, বরফ গলার জন্য আরেকটু সময় দরকার। রোনালদোর একটি কাছে সূত্রই এএসকে জানিয়েছে খবরটি।

    তার মানে রোনালদো-মেসির একসঙ্গে খেলা দেখার দৃশ্য থেকে বঞ্চিত হলো বার্নাব্যু!