• ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ২০১৮
  • " />

     

    অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ দনঞ্জয়া

    অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ দনঞ্জয়া    

    নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টেই সন্দেহজনক বোলিংয়ের জন্য অভিযুক্ত হয়েছিলেন। এরপর ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে আকিলা দনঞ্জয়াকে। সেই পরীক্ষার ফল পক্ষে আসেনি তাঁর, অবৈধ অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার এই স্পিনার। তবে অ্যাকশন ঠিক করে নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফেরার রাস্তা খোলা আছে তাঁর সামনে।

    আইসিসির এক বার্তা বলা হয়েছে, বোলিং করার সময় কনুই ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দনঞ্জয়ার। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য দেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন না। তবে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে আপাতত শর্তসাপেক্ষে বোলিং করতে পারবেন। গল টেস্ট শেষেই সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন। সেজন্য তৃতীয় টেস্টেও খেলতে পারেননি এই স্পিনার।

    রঙ্গনা হেরাথ অবসর নেওয়ার পর দিলরুয়ান পেরেরার পাশাপাশি শ্রীলঙ্কার স্পিনের বড় ভরসা ধরা হচ্ছিল তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো করতে পারেননি অবশ্য। তবে এই ঘোষণায় বড় একটা ধাক্কাই খেল লঙ্কান বোলিং।